Sunday , 13 August 2023 | [bangla_date]

ভাসমান পথ শিশুদের জন্য আনন্দ স্কুল

ভাসমান পথ শিশুদের জন্য শিক্ষা খেলাধুলাসহ নানা উদ্যোগ নিয়েছে পথ শিশু উন্নযন ফাউন্ডেশন। আজ বিকেলে দিনাজপুর রেলওয়ে স্টেশন এলাকায পথ শিশুদের জন্য আনন্দ ইস্কুলের শুভ উদ্বোধন করেন জেলা আওযামী লীগের যুব ও ক্রীডা সম্পাদক শাজাহান নোভেল।
এ সময তাঁতী লীগের যুগ্ম আহ্বাযক মোহাম্মদ আলী সোহাগ ও শহর তাঁতীলীগ শাখার যুগ্ম আহ্বাযক আকবর আলী উপস্থিত ছিলেন।
পথশিশু উন্নযন ফাউন্ডেশন এর কর্মকর্তা জানার রেল স্টেশন বাস টার্মিনাল বিভিন্ন শপিং মলের সামনে ভাসমান পথ শিশুদের শিক্ষা ও খেলাধুলা শেখানোর লক্ষ্য নিয়েই আনন্দ ইস্কুল চালু করা হয়েছে।
এ সময আরো উপস্থিত ছিলেন, পথশিশু ফাউন্ডেশন এর সভাপতি নাহিদ হাসান সাধারণ সম্পাদক জান্নাতুন ফেরদৌসী, উম্মে তিথি, আতিকুর রহমান, রফিকুজ্জামান শাওন, মোঃ ফযসাল মাহমুদ ,মোঃ আল মুমিন ,মোহাম্মদ বাদশা আলী এবং নওশের পারভিন মিম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত