Tuesday , 8 August 2023 | [bangla_date]

রাণীশংকৈলে চিকিৎসকের অবহেলায় গরু’র মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগঁয়ের রাণীশংকৈল প্রাণী সম্পদ কার্যালয়ে চিকিৎসকের অবহেলায় ২ লাখ ৫০ হাজার টাকা মুল্যের একটি গরু’র মৃত্যু খবর পাওয়া গেছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার (৮ আগষ্ঠ) উপজেলার বাচোর ইউনিয়নের মাস্তানি টাউন এলাকার আকাশ আলীর গরু খামারে।
জানা গেছে, আকাশ আলী’র খামারে একটি গাভী’র প্রসবজনিত সমস্যা হলে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালে খবর দিলে চিকিৎসক করিমুল ইসলাম গরুটির সার্বিক বিষয়ে দেখেন। তিনি বলেন গরুটির বাচ্চা প্রসব করাতে হলে এটিকে সিজারিয়ান ডেলিভারী করাতে হবে। চিকিৎসকের সিদ্বান্তে গরু’র মালিক সিজার করার অনুমতি দিলে চিকিৎসক করিমুল ইসলাম আরো কয়েকজন চিকিৎসকের সহযোগিতায় সিজার করেন। তবে চিকিৎসক সিজারের জন্য গরুর পেট কাটলেও গরু’র বাচ্চা বের করার সময় জরায়ুর কিছু অংশ ছিড়ে ফেলে। গরুটি কিছুটা নাজেহাল হয়ে পড়ে। এ অবস্থায় দায়সারা ভাবে গরু’র বাচ্চাটি পেট থেকে বের করে সেলাই দেয়।

এ প্রসঙ্গে গরুর মালিক আকাশ ইসলাম বলেন, পশু হাসপাতালের চিকিৎসক করিমুল ইসলামের চিকিৎসার অবহেলায় আমার এত দামী গরুটি মৃত্যু হয়েছে। রাতে গরুটির সিজার করার পর গরুটির অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসক করিমুল ইসলামকে খবর দিলেও তিনি আর এখানে আসেননি এবং কি গরুটির কোন খোঁজ খবর পর্যন্ত নেননি। ভুল চিকিৎসায় যেন এভাবে আর কোন গরু না মরে এ জন্য চিকিৎসক করিমুলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন তিনি।
এব্যাপারে চিকিৎসক করিমুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমি আকতার (ভারপ্রাপ্ত) বলেন, গরুটি মারা গেছে সেটা সম্পর্কে আমি আজকে জেনেছি চিকিৎসক করিমুল ইসলাম আমাকে বলেছে। তবে চিকিৎসক ডিএলও স্যারের অনুমতি নিয়েই সিজার করেছিল।গুরুটির বাচ্চা দুই দিন আগেই পেটে মারা যাওয়ায় সিজার করা ছাড়া উপায় ছিল না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ঠাকুরগাঁওয়ের সুদার সরকার

ভালবাসার টানে স্বর্গীয় মহেন্দ্র নাথের ই”ছা পুরণ করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ শুরু

ঠাকুরগাঁও জেলা প্রা: বি: শিক্ষক সমিতির সভাপতি কমল ও সাধারণ সম্পাদক রফিকুল

অমর একুশের স্মরণে শহীদ মিনারে বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

গুরুদাস তালুকদারের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন স্মৃতিরক্ষায় ভাস্কর্য নির্মাণের দাবি

জাতীয় দলের আলোচিত নারী ফুটবলার সাগরিকা’র নিজ বাড়ি থেকে টাকা চুরি

আড়াই বছরে ২৩০০ মুমুর্ষ রোগীকে রক্ত দান বিনামুল্যে মুমুর্ষ রোগীদের রক্তদানের উদ্যোগ প্রশংসার দাবীদার

পীরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

ফসলের মাঠে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল