Sunday , 17 September 2023 | [bangla_date]

আটোয়ারীতে উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপন উপলক্ষ্যে উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। আটোয়ারী উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ আয়োজনে রবিবার সকালে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে। পরে পরিষদের অডিটোরিয়ামে ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলহাজ¦ মোঃ রমজান আলীর সঞ্চালনায় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আ’লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও রেনু একরাম, নবাগত উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহাম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, ওসি মোঃ সোহেল রানা, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন ও ধামোর ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের দুলাল প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগণ, উদ্যোক্তা, পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উন্নয়ন মেলার কর্মসূচীতে অংশগ্রহন করেন।
উল্লেখ যে, দেশে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই ¯েøাগান নিয়ে দিবসটি উদযাপন করা হয়। জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি গত ২৫ ফেব্রæয়ারি উদযাপনের কথা থাকলেও তা পিছিয়ে ১৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই

মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাজারে উঠেছে নতুন পেঁয়াজ পাতা ও নতুন আলু – দাম চড়া

ঠাকুরগাঁওয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহন করতে পারবে – রমেশ চন্দ্র সেন এমপি

দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে কঠোর নজরদারী ও নিরাপত্তা ব্যবস্থা

কাহারোলের ১৩ মাইল বাজারে আগুনে ১৫টি দোকান ভষ্মিভূত

হরিপুরে সাপের কামড়ে মমিতা রাণী নামে এক নারীর মৃত্যু

আটোয়ারী উপজেলা সদরকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপন