Saturday , 9 September 2023 | [bangla_date]

চিরিরবন্দরে লোকালয়ে ক্ষুধার্ত বানরের ছুটাছুটি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি \বন-জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে লোকালয়ে দিক-বিদিক ঘুরে বেড়াচ্ছে বানর। কেউ দেখে ভয় পাচ্ছে আবার অনেকে তাকে দেখে ঢিল মারার কারণে বানর পালিয়ে যাচ্ছে। এভাবে সে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটাছুটি করছে। কোথাও নির্দিস্টভাবে থাকছে না। তবে অনেকে তাকে দেখে খাবারও দিচ্ছে এবং সে ভয়ে ভয়ে খাবার নিয়ে খাচ্ছে।
তবে বানরটিকে দেখে অনেকে বলছেন,সে ক্ষুধার্ত, ক্লান্ত। এই বন্যপ্রাণীটিক রক্ষা করতে বনবিভাগের এগিয়ে আসা উচিত বলে বললেন স্থানীয়রা।
দিনাজপুরের চিরিরবন্দরের বিভিন্ন এলাকায় কয়েকদিন থেকে বিচরন করতে দেখা গেছে বানরটিকে।গত কয়েকদিন ধরে চিরিরবন্দরের রানীরবন্দরের বিভিন্ন বাড়িতে ও গাছের ডালে বা উন্মুক্ত স্থানে বানরটিকে দেখতে পাওয়া যাচ্ছে। বানরটি কখনো টিনের চালে, কখনোবা বিভিন্ন গাছের ডালে দৌঁড়-ঝাঁপ করে বেড়াচ্ছে। হঠাৎ বিভিন্ন বাড়ি ও গাছের ডালে বসে বানরটি মানুষের মুগ্ধতা উপভোগ করছে। গত কয়েকদিন ধরেই বানরটিকে উপজেলার রানীরবন্দরের তেগআলী শাহ্পাড়া, নশরতপুর বাজার, সুইহারী বাজার, পালপাড়া, দীঘলনালীপাড়া, ফকিরপাড়া, ঘন্টাঘর এলাকায় বিভিন্ন বাড়িতে কিংবা গাছের ডালে খাবারের সন্ধানে বানরটি ঘুরে বেড়াচ্ছে।
গত শুক্রবার সকালে বানরটিকে তেগ আলী শাহ্পাড়ায় বিভিন্ন বাড়িতে ও গাছের ডালে ঘুরে বেড়াতে দেখা যায়।
স্থানীয় রফিকুল ইসলাম, কাঞ্চন সরকার, আমিনুল ইসলামসহ অনেকে বলেন, চিরিরবন্দর উপজেলা ভারতীয় সীমান্তবর্তী এলাকা। বানরটি হয়তো ভারত থেকে এসেছে। ১০-১৫দিন ধরে বানরটিকে রানীরবন্দরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
তেগ আলী শাহ্পাড়ার মো. আব্দুল্লাহসহ কয়েকজন বলেন, সকাল বেলা বানরটিকে আমার বাড়ির সামনে দেখতে পাই। আমরা বানরটিকে কলা, আপেল, বাদাম খাবার দিই। বানরটি চালের ওপর থেকে খাবারগুলো নিয়ে খাচ্ছে। দীঘলনালী পাড়ার মো.ওয়াজেদ আলী জানান, কয়েকদিন আগে এখানেও বানরটিকে দেখতে পাওয়া যায়।স্থানীয় নারী-পুরুষ ও ছেলেমেয়েরা তাকে পেঁয়ারা, কলাসহ বিভিন্ন প্রকার খাবার খেতে দিয়েছে।
দিনাজপুর বনবিভাগের জাতীয় উদ্যান রামসাগরের তত্ত¡াবধায়ক মো. আব্দুল মান্নান জানান, বানরটি সীমান্তবর্তী ভারত থেকে আসতে পারে। অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় বানরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। সুবিধামত স্থানে নেমে বানরগুলো খাদ্যের সন্ধান করে থাকে। তিনি আরও বলেন, উৎসুক মানুষ যেন বানরটির কোনো ক্ষতি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। আমরা বন বিভাগের পক্ষ থেকে বানরটিকে উদ্ধারের চেষ্টা করবো। বন্যপ্রানিটিকে রক্ষা করা সবার দায়িত্ব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি, আরোহী গুরুতর আহত

আ’লীগ এখন একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে বক্তব্যে বলেন —মির্জা ফখরুল

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের কুইন্স কলেজের পক্ষে সংর্বধনা

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‌্যালী ও সেমিনার

তেতুলিয়ায় ২৫৮টি গাছ সস্তা দরে বিক্রি

আনন্দ মেলার নামে জুয়া, লটারী, হাউজি ও অশ্লীল নৃত্যসহ সকল অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে বীরগঞ্জে মানববন্ধন

সরকারি সকল নিয়োগে ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর কোটা নিশ্চিত করতেই হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চিরিরবন্দরে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু

ঘোড়াঘাটে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঘোড়াঘাটে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পীরগঞ্জে বিশ্ব আদিবাসী দিবসে সম্প্রীতি মেলা