Saturday , 9 September 2023 | [bangla_date]

দিনাজপুরে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত

সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলাতেও র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস-উদযাপন করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ব্যুরো’র আয়োজনে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উক্ত র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ।
র‌্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মোঃ আলী নেওয়াজ।
“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজগঠনে সাক্ষরতার প্রসার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্ত আলোচনায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, সহকারী কমিশনার ভূমি (সদর) সাথী দাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ তোরাব হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পল্লীশ্রী’র এইচআর ইনচার্জ শামিমা পপি, ছালাপুকুর শিক্ষা কেন্দ্রের শিক্ষক মোছাঃ আলেয়া খাতুন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম কর্তৃক পরিচালিত প্রত্যাশা বাংলাদেশের জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুন নাহার। উক্ত অনুষ্ঠানে সংবাদকর্মী জেলা, সদর উপজেলা শিক্ষা অফিস ও জেলা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহন করেন।
বিরামপুর
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ”পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদের মূল গেটে এসে শেষ হলে পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সমাবেত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহকারি কমিশনার ভূমি মুরাদ হোসেন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভার:) অদ্বৈত কুমার অপু, প্রত্যাশা বাংলাদেশ বিরামপুর শাখার ম্যানেজার মাহফুজুর রহমান রিপন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

আটোয়ারী আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

বালিয়াডাঙ্গীতে ৫০’তম জাতীয় সমবায় দিবস পালিত

বোচাগঞ্জ শিক্ষক কর্মচারী কো অপরেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে আনোয়ার চেয়ারম্যান ও শরিফুল সম্পাদক

ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৫শত মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে

বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

এবারের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের জন্য দিনাজপুরে ব্যতিক্রমধর্মী বৃক্ষর চারা প্রদান করে সংবর্ধনা

জেলা প্রশাসনের আয়োজনে ইটভাটা মালিকগণের সাথে মতবিনিময়

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত

বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১৩ হাজার টাকা জ’রিমানা