Saturday , 2 September 2023 | [bangla_date]

দিনাজপুরে ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত \ আহত-২

দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদরের ফ্রেন্ডস অটো রাইস মিলের সামনে ইজিবাইক ট্রাক চাপা দিলে ইকরামুল নামে ইজিবাইক চালক নিহত এবং যাত্রী হাবিপ্রবির দুই নেপালী ছাত্র আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় সহপাঠির খবরে বিশ্ববিদ্যালয়ের সামনে দেড়ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদরের ফ্রেন্ডস অটো রাইস মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক ইকরামুল হক (৪০) দিনাজপুর শহরের রামনগর মহল্লার নিজামউদ্দিনের ছেলে।
আহত বিশ্ববিদ্যালয়ের দুই নেপালী ছাত্র হলেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদে অধ্যায়নরত ২১তম ব্যাচের নেপালী ছাত্র কফিল গাঈ (২২) এবং ১৭তম ব্যাচের মকবুল হোসেন (২৫)।
স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কে দিনাজপুর শহর থেকে ইজিবাইকে চড়ে হাবিপ্রবি ক্যাম্পাসে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের কাছে ফ্রেন্ডস অটো রাইস মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি ট্রাক যাত্রীবাহি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক একরামুল হক নিহত হন। গুরুত্বর আহত হন ইজিবাইকে থাকা হাবিপ্রবির একজন নেপালী শিক্ষার্থীসহ দুইজন শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে নিহত একরামুল হককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত দুই হাবিপ্রবি ছাত্রকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি আটক করে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে আটকে রাখে পরিস্থিতি শান্ত করে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আর হাবিপ্রবির শিক্ষার্থীদের অব্যাহত সড়ক অবরোধ তুলে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শহরের কোটচত্বর এলাকায় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ শরীরে ৫০০ গুলি নিয়ে কাতরাচ্ছেন– লিটন

ঠাকুরগাঁওয়ে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান

২০২০ শুধু বিএনপি’র জন্য নয় গোটা পৃথিবীর মানুষের জন্য খারাপ বছর -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহন

বোদায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা উৎসব অনুষ্ঠিত

দিনাজপুরের জীবনমহল বিনোদন পার্কে ভাঙচুর অগ্নিসংযোগ

বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি : মুজিববর্ষে কোটি টাকা পাচ্ছে দরিদ্র মেধাবী ১৭ শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় ও অফিসার ইনচার্জকে বরণ

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সেমিনার ও র‌্যালী