Thursday , 21 September 2023 | [bangla_date]

বর্তমান সরকারের আমলে কারো কোনো ষড়যন্ত্রই সফল হবে না ..রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

বোদা পঞ্চগড়) প্রতিনিধিঃ রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে কারো কোনো ষড়যন্ত্রই সফল হবে না, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করছে। সন্ত্রাসী কার্যক্রমের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তবে এই আতঙ্ক তৈরি করে কোনো লাভ হবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সামনে কোনো বাধা, কোনো ষড়যন্ত্রই টিকবে না। যতই বিদেশিদের কাছে নালিশ করুক আর ধর্না দিক। যদি জনপ্রিয়তা না থাকে, মাঠে যদি তারা না থাকে, জনগণ কখনও তাদের পক্ষে রায় দেবে না। রেলপথমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, জনগণের রায় পেতে হলে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সাথে নিয়ে পথ চলতে হবে। বিএনপি গত ১৫ বছরে এমন কোনই কার্যক্রম করে নাই যার জন্য মানুষ বিএনপিকে ভোট দিবে। বিএনপি কখনও মানুষের পাশে ছিল না। করোনার সময় পাশে ছিল না। কোনো দুর্যোগে, বিপদে-আপদে পাশে ছিল না। সবসময় তারা জনগণের ধ্বংসের রাজনীতি করেছে। তিনি গত মঙ্গলবার বিকেলে উপজেলার মানিকপীর বেংহারী ফাজিল মাদরাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মানিকপীর বেংহারী ফাজিল মাদরসার গভনিং বড়ির সভাপতি আসাদুজ্জামান রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, বেংহারী বনগ্রাম ইউ’পি চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ আবু প্রমুখ। মন্ত্রী বেলূন উড়িয়ে ও ফিতা কেটে চারতলা নর্বনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে রেলপথমন্ত্রী মানিকপীর বালিকা উচ্চ বিদ্যালয়েল একতলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তত সুত্রে জানা যায়, মানিকপীর ফাজিল মাদরাসার চারতলা একাড়েমিক ভবনের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯ লাখ টাকা ও মানিকপীর বালিকা উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের ব্যয় ধরা হয়েছে ৮১ লাখ টাকা ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মশালা

ঘোড়াঘাটে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

বিরলে জমি-জমার বিরোধে মারপিটে আহত-৪

পার্বতীপুরে ডেমু ট্রেন উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়েকে এখন একটি পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে —–রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

বোচাগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের ইন্তেকাল !

দিনাজপুরের চামড়া শিল্প অনিশ্চয়তার মুখে, রাস্তায় পড়ে থাকে ছাগলের চামড়া

আটোয়ারীতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

বীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানের জরিমানা আদায়

দিনাজপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন