Monday , 25 September 2023 | [bangla_date]

বীরগঞ্জে টানা বর্ষণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ,নষ্ট হয়েছে রাস্তাঘাট

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: মৌসুমী বায়ুর প্রভাবে টানা চার দিন ধরে দিনাজপুরের বীরগঞ্জে বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বৃষ্টিতে জনজীবনে এক ধরনের স্থবিরতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিহীন বর্ষা শেষে শরতে ঝুম বৃষ্টির দেখা মিলেছে দেশে আকাশে জমা মেঘ গত কয়েকদিন থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছিল। গায়ে পলিথিন জড়িয়ে এর মাঝেই জীবিকার তাগিদে পথে নামেন কেউ কেউ।
এই অবস্থায় বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির মধ্যেও জীবীকার তাগিদে কাজের খোঁজে বের হয়েছেন তারা। পলিথিন মুড়িয়ে বেরিয়ে পড়েছে অটো রিকশা চালকরা। নিরবিচ্ছিন্ন এই বৃষ্টি আরও দুই একদিন স্থায়ী থাকলে শীতকালীন আগাম সবজির ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন চাষিরা। শনিবার দুপুরে বৃষ্টির মধ্যে বীরগঞ্জ পৌরশহরের বিজয় চত্বর, তাজ মহল মোড়, বলাকা মোড়সহ বিভিন্ন এলাকায় স্বাভাবিকের থেকে কম লোক দেখা যায়। কয়েকজন অটো- রিকশা ভ্যান চালককে গায়ে পলিথিন পেচিয়ে রিকশা চালাতে দেখা যায়। ছাতি মাথায় স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বেলতলী ভোগডোমা গ্রামের অটোরিকশা চালক বেলাল হোসেন বলেন, চার ধরে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত কোন বিরাম নেই। বৃষ্টির অজুহাতে বসে থাকলে তো আর পেট চলে না, তাই রিকশা নিয়ে বেরিয়ে পড়েছি। অন্য সময়ের তুলনায় আয় কম, তারপরও চেষ্টা করছি। পাশ্ববর্তী উপজেলা খানসামা পাকেরহাট থেকে ভিজে চার্জার ভ্যানে
গবাদিপশু এর ঘাঁস বিক্রেতা আব্দুর রাজ্জাক বলেন, গেল তিন দিন বৃষ্টির কারনে ভ্যান নিয়ে নামিনি। বাড়িতেই দিন কেটেছে আমার। কিন্তু হাতে অর্থ কড়ি শেষ হওয়ার কারনে সকালে বাধ্য হয়ে ভ্যানে ঘাঁস নিয়ে বের হয়েছি। শুধু বেলাল আর রাজ্জাক নয় নিম্ন আয়ের বেশির ভাগ মানুষদের একই অবস্থা। সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের আবু রায়হান বলেন, বৃষ্টির পানিতে গাছের চারা পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না কমলে বোঝা যাবে না। কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার মোহনপুর, শতগ্রাম ইউনিয়নে রাস্তাঘাটের ব্যাপক কয়ক্ষতি হয়েছে। শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামে শান্তির মোড় এলাকায় ড্রেন না থাকায় কয়েকটি বাড়ীতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং বৃষ্টি পানির স্রোতে ভেঙ্গে যায় কাচা রাস্তা। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী দ্রুত ছুটে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিকল্পনা করে দ্রুত ড্রেন নির্মাণ করার নির্দেশনা দেন। ভেঙ্গে যাওয়ার রাস্তাগুলো দ্রুত স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এপেক্স ক্লাব এর উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সেমাই চিনি বিতরণ

পীরগঞ্জে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওর্য়াকশপ

পুষ্টি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ

কমরেড আনোয়ারুলের প্রয়াণে শোক সভা

কাহারোলে বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজের চারা রোপন চলছে

ঠাকুরগাঁও পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলন

বিশাল জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

ঠাকুরগাঁওয়ে নতুন বই বিতরণ উৎসব পালিত

বীরগঞ্জে প্রচেস্টা বø্যাড ব্যাংক বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয়

সুগন্ধি ধানভিত্তিক ভ্যালু চেইন উন্নয়নে বিজনেস প্লান কনসালটেশন সভা