Sunday , 3 September 2023 | [bangla_date]

বোদা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা বাজারের চৌধুরী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে মোবাইল, কম্পিউটার সার্ভিস, মুদিখানা, সুতা ও মসলার দোকানসহ নানা ধরনের ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মালামালের পাশাপাশি পুড়ে গেছে নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম। আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার দিনগত রাত ১টা ২৫ মিনিটে নুরুল ইসলামের মসলার দোকান হতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় বোদা বাজার বণিক সমিতির পাহারাদার লুৎফর রহমান জানান, শনিবার দিনগত রাত দেড়টার দিকে বোদা বাজার চৌধুরী মার্কেটে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে দোকান ঘর পুড়তে থাকে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাঁরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ আফজাল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে যাই। আগুন নেভাতে ঠাকুরগাঁও, পঞ্চগড়, আটোয়ারী ও বোদাসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা বলেন, বোদা চৌধুরী মার্কেটে অগ্নিকাÐের ঘটনা আমাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরানুজ্জামান জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। অগ্নিকাÐের স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণসহ দোকানের মালামাল উদ্ধারে তৎপরতা চালানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মার্কেটের দোকানের উভয় পার্শে ২২টি দোকান পুড়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষনিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল ও ২ পিচ কম্বল প্রদান করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটারদের বাই সাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে কমেছে গমের আবাদ এবং বেড়েছে ভুট্টার আবাদ !

বিরলে নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

হৃদয়ের প্রতিটি স্পন্দনে মুক্তিযুদ্ধের চেতনাবোধকে জাগ্রত করতে হবে-হুইপ

ঠাকুরগাঁওয়ে জেলা আইন শৃংখলা কমিটির সভা

দিনাজপুর সরকারী সিটি কলেজে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও ক্যাম্প

বিরলে মোটর সাইকেলের  ধাক্কায় নারীর মৃত্যু

বিরলে মোটর সাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

সভাবালিয়াডাঙ্গীতে ৩য় দফা অবাদ সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আইন শৃংখলা সম্পর্কিত মত বিনিময়

পঞ্চগড়ে বলৎকারের অভিযোগে সাবেক সেনা সদস্য গ্রেফতার