Sunday , 17 September 2023 | [bangla_date]

রংপুর বিভাগীয় রোডমার্চ দিনাজপুর যাত্রায় বিএনপি মহাসচিব এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়-মির্জা ফখরুল

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন-বর্তমানে চাল, ডাল, চিনি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতিটি জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কেউ শান্তিতে নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না। চিকিৎসকরাও তাঁর চিকিৎসা নিয়ে হিমশিম খাচ্ছেন। তারুণ্যের অহংকার তারেক জিয়াকে দেশে আসতে দিচ্ছে না। তার বিরুদ্ধে বিভিন্ন প্রকার মামলা দেয়া হচ্ছে। সরকার চিরিরবন্দর ও খানসামা উপজেলার মানুষকে বিভিন্ন গায়েবী মামলা দিচ্ছে। আমরা আজ কেউ শান্তিতে নেই। বিভিন্ন গায়েবী মামলা দিয়ে সরকার আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নিতে চায়। সরকার বারবার ক্ষমতায় থাকতে চায়। হাসিনার অধীনে কী কোনো সুষ্ঠু নির্বাচন হবে? আমরা বারবার ঠকেছি। আমরা আর ঠকতে চাই না। আমাদের আর কেউ চুপ করে ঘরে বসে থাকলে হবে না। আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে। আমরা নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে এবারের নির্বাচন চাই। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, পদত্যাগ করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেন। মানুষ যাকে খুশি, তাকে ভোট দেবে।
প্রধান অতিথি আরও বলেন, বিগত ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন এবার আর করতে দেয়া হবে না। তরুণদের এগিয়ে এসে আওয়ামী লীগ সরকারকে রাস্তায় নামিয়ে আনতে হবে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও একদফা দাবি আদায়ের লক্ষ্যে তারুণ্যের রোড মার্চ আসার পথে দিনাজপুরের সমাপনী ও পথসভায় এসব কথা বলেন তিনি।
এসময় কেন্দ্রিয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া, সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক, জেলা পরিষদের সদস্য মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়নসহ বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির রংপুর বিভাগীয় রোডমার্চ দিনাজপুর-রংপুর মহাসড়ক দিয়ে দিনাজপুরে এসে শেষ হয়। শনিবার বেলা ১২টার দিকে রংপুর থেকে এই রোড মার্চ শুরু হয়ে আসার পথে সৈয়দপুর, রানীবন্দর, দশমাইল মোড়, দিনাজপুরে পথসভা করে। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য রাখে কেন্দ্রীয় নেতৃবর্গ ছাড়াও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে, জানা যায়,‘তারুণ্যের রোডমার্চ’ শেষে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দিনাজপুর শহরের গোর-এ-শহীদ ময়দানে। প্রশাসন সম্মতিও দিয়েছিল। তবে শুক্রবার রাতে জেলা প্রশাসন নির্ধারিত মাঠে বিএনপির কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা জারি করে সমাবেশের জায়গা বদলে দিনাজপুর সদরের বটতলী এলাকায় ট্রাক টার্মিনাল মাঠ নির্ধারণ করে দেয়। শনিবার সকাল থেকে ট্রাক টার্মিনাল মাঠে মঞ্চ তৈরী শুরু করে।স্থানীয় নেতা-কর্মীরা মাঠে ব্যানার-ফেস্টুন টানানোর কাজ করেন।
কয়েক হাজার মোটরসাইকেল,পিকআপ, মাইক্রোবাসে নেতা-কর্মী রোডমার্চে অংশ নিয়ে সমাবেশে উপস্থিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার সঙ্গীত শিল্পী আখতারা বেগমের একক মৌলিক গানের অনুষ্ঠান

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার সঙ্গীত শিল্পী আখতারা বেগমের একক মৌলিক গানের অনুষ্ঠান

আগামী ৭ই জানুয়ারীর নির্বাচন হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে কবর দেওয়ার নির্বাচন —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

হিলি সীমান্তে মোটরবাইকের সিটের নিচে উদ্ধার ১০ সোনার বারসহ যুবক আটক

বিরলে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

ঘোড়াঘাটে বাংলা চোলাই মদসহ আদিবাসী নারী আটক

দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্বাধীনতার পঞ্চাশ বছর! রুহিয়ায় আশ্রয়ণ প্রকল্পে মুক্তিযোদ্ধা পরিবারের মানবেতর জীবনযাপন।

লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন অনুষ্ঠিত

বীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

বিরলে ধারালো চাকু ও রশিসহ ২ ছিনতাইকারী আটক