Sunday , 17 September 2023 | [bangla_date]

রাণীশংকৈলে উন্নয়ন মেলায় আ’লীগ নেতা ও সাংবাদিকরা উপস্থিত না থাকায় এমপি’র ক্ষোভ

স্টাফ রির্পোটার-রাণীশংকৈল ঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনষ্ঠানে স্থানীয় উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের উপস্থিত না থাকায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকরাও উপস্থিত না থাকার বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

গতকাল রোববার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উন্নয়ন মেলার উদ্বোধক ও প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। হাফিজ উদ্দীন আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশে উন্নয়ন হচ্ছে। আজ উন্নয়ন মেলা হচ্ছে। এগুলো প্রচার কারা করবেন, সাংবাদিকরা অথচ উপজেলার সাংবাদিকরা এখানে নেই। তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, ইউএনও’র সাথে যদি কোন ভুল বুঝাবুঝি হয়ে থাকে তাহলে বসে এগুলো সমাধানের আহবান জানান। তিনি বলেন,ইউএনও নতুন মানুষ ভুলত্রুটি থাকতে পারে, এগুলো সবাই মিলে বসে সুরাহা করে নেন।

এমপি হাফিজউদ্দীন আরো বলেন, অপরদিকে উন্নয়ন মেলায় আ’লীগের নেতারা নেই। তিনি বলেন,রাণীশংকৈল উপজেলায় ছোট বড় যে কোন অনুষ্ঠানে উপজেলা আ’লীগের নেতারা থাকে। অথচ এ অনুষ্ঠানে নেই। কেন নেই,মনে হয় কোন ভুল বুঝাবুঝি রয়েছে। তিনি উপজেলার অন্যান্য কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে বলেন, নুতন ইউএনও, উনার সাথে আপনারা আলোচনা করেন। পূর্বের ইউএনওরা এখানে কিভাবে চলতেন। তাছাড়া আ’লীগ নেতাদের সাথে বসে ভুলক্রটি গুলো আলোচনা সাপেক্ষে সমাধান করে নেওয়ারও আহবান জানান তিনি।

স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন উপলক্ষে র‌্যালী হয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আব্দুল বাতেন স্বপন, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, জাপা যুগ্ন আহবায়ক আবু তাহের, জাপানেতা এজেড সুলতান, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। আলোচনা সভা সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

উন্নয়ন মেলায় আ’লীগের নেতৃবৃন্দ না থাকার ব্যাপারে জানতে চাইলে উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ বলেন, এ ইউএনও যোগদানের পর উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের সাথে কোন মতবিনিময় করেননি। আমাদের অবমুল্যায়ন করেই চলছে। একারনে আমরা কোন অনুষ্ঠানে যাচ্ছি না। অপরদিকে রাণীশংকৈল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো: বিপ্লব,বলেন, এ ইউএনও আসার পর সাংবাদিকদের সাথে কোন মতবিনিময় বা পরিচিতি সভা করেননি। তাছাড়া সাংবাদিকদের কোন সংবাদের বক্তব্য চাইলেও তিনি টালবাহানা করছেন। এবং কি প্রেসক্লাবে তিনি সেভাবে চিঠিপত্র দিচ্ছেন না। উন্নয়ন মেলারও চিঠিও তিনি দেননি। তাই আমাদের দিবসটির উদযাপনের কথা জানা না, থাকায় সেখানে যাওয়া হয়নি।

স্থানীয় প্রেসক্লাবে উন্নয়ন মেলার চিঠি না দেওয়া ও আ’লীগ নেতাদের অনুপস্থিতি কারন জানতে রোববার বিকেলে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহরিয়ার রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তাতে সাড়া দেননি।

এব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড,মাহবুবুর রহমান বলেন প্রত্যেক অনুষ্ঠানের সাংবাদিকদের চিঠি দিতে হবে। সকলের সাথে মিলে মিশেই কাজ করতে হবে। বিষয়গুলো নিয়ে তিনি ইউএনও’র সাথে কথা বলবেন বলে মন্তব্য করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক দবিরুলের স্মৃতিসৌধে পরিবারের শ্রদ্ধা

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  বিভিন্ন জাতীয় দিবসের পুরস্কার বিতরণ

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন জাতীয় দিবসের পুরস্কার বিতরণ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডে আবু মুঈদ রুবেল ব্ল্যাকবোর্ডের পক্ষে ব্যাপক গণসংযোগ

কাহারােলে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী মেলা

আটোয়ারীতে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ঠাকুরগাঁওয়ে আনন্দ উল্লাস

শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিয় সভা

বীরগঞ্জে ৩০৮১ জন উপকারভোগীর মাঝে  ভিজিএফ এর চাল বিতরণ