Saturday , 23 September 2023 | [bangla_date]

রাণীশংকৈলে বাবা-মায়ের স্বপ্ন পূরণে বউ আনলেন হেলিকপ্টারে

বাবা-মায়ের স্বপ্ন ছিলো ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিলেন স্বপ্ন সামিউল­াহ নামে এক মেরিন ইন্জিনিয়ার। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বউ নিয়ে হেলিকপ্টার চড়ে নিজের বাড়িতে যান তিনি। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনা ঘটে।

স্বপ্ন সামিউল্লাহ উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের শরিফ হাসান ও শাহানুর আক্তার দম্পতির ছেলে। তিনি সিঙ্গাপুরের ইস্টার্ন ফেসিবিক শিপিং লিমিটেড নামে একটি প্রাইভেট কোম্পানির মেরিন ইন্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।

কনে মুনতারিন নাজনীন সুইটি পাবনা সদর এলাকার বাসিন্দা ইসাহাক আলী মেয়ে। সে এবার ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ মগবাজার থেকে এমবিবিএস ফাইনাল ইয়ারের পরীক্ষা দেন। আজ দুপুরে স্ত্রীকে নিয়ে পাবনা থেকে একটি হেলিকপ্টারে চড়ে নেকমরদ সরকারি আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আসেন বর সামিউল্লাহ এসময় তার সাথে ছিলেন বরের দুইবোন সোনিয়া ও সুমি আক্তার।

হেলিকাপ্টারে চড়ে নতুন বউ আসবে বলে এলাকায় জড়ো হয় হাজারো মানুষ। বর-কনেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বরপক্ষের আত্মীয় স্বজনরা। স্বজনরা জানান, সামিউল্লাহ যখন ছোট তখন থেকেই তার বাবা-ময়ের স্বপ্ন ছিল ছেলে বউকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে আনবেন। বাবা-মায়ের সেই স্বপ্ন প‚রণ করতেই হেলিকপ্টারে চড়ে বউ সঙ্গে নিয়ে সে পাড়ি জমান নিজ বাড়িতে।

সামিউল্লাহর বাবা শরিফ হাসান বলেন, ‘সামিউল্লাহ যখন ছোট ছিল তখন থেকেই বলতাম তুই বিয়ে করে হেলিকপ্টারে বউ আনবি। ছেলের বউয়ের সঙ্গেও আলাপ করলাম শুনে সেও খুব খুশি হলো। এভাবেই হেলিকপ্টারে ছেলে ও তার বউকে নিয়ে আসলাম।’

কনে-মুনতারিন নাজনীন সুইটি বলেন ‘আমার স্বামী আজ তার বাবা-মায়ের স্বপ্ন প‚রণ করেছে। এতে আমি অনেক আনন্দিত। হেলিকাপ্টারে বউ আনার বিষয়ে সামিউল্লাহ বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই আমার বাবা মায়ের খুব ইচ্ছা আমি যেন হেলিকপ্টারে করে বউ নিয়ে আসি। বাবা মায়ের ইচ্ছা প‚রণ করতেই আজ হেলিকাপ্টারে করে বউ আনলাম।

জানা যায় ২৫ এপ্রিল মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় সামিউল্লাহ ও মুনতারিন নাজনীন সুইটির। বিয়ের পর মেয়ে বাবার বাড়িতেই ছিল। শনিবার তাকে আনুষ্ঠানিক ভাবে ছেলের বাড়িতে নিয়ে আসা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পোনা মাছ অবমুক্ত

লিংকন-মাফিয়ার প্রেম ১দিনের মূল্য ৪ লাখ ?

ঘোড়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পীরগঞ্জে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায়  এনজিও কর্মী নিহত

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

বাংলাদেশ একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোক —দিনাজপুরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে মানববন্ধন

দিনাজপুর লেখক পরিষদের রংধনু কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন-আবৃত্তি ও সহিত্য কর্মীদের সম্মাননা প্রদান

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

সওজের অবহেলায় রানীসংকৈলে তলিয়ে গেছে ১০০ হেক্টর জমির আমন ধান