Tuesday , 12 September 2023 | [bangla_date]

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্যারেজ শিক্ষার মান ব‍্যহত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে অবস্থিত ৮ নং নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোটরসাইকেল ও বাই সাইকেলের গ্যারেজ বসানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল মাঠে বসানো হয়েছে মোটরসাইকেল ও বাই সাইকেল গ্যারেজ।
সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করেই,প্রতি মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে বিদ‍্যালয়ের মাঠে মোটরসাইকেল ও বাই সাইকেলের গ্যারেজ বসানোর কারণে শিক্ষার মান ব্যহত হচ্ছে বলে জানান অভিভাবকরা। স্কুল মাঠের পূর্ব পাশে নছিমন , করিমন, ভটভটি সহ বেশ কয়েকটি গাড়ি মাঠের মধ্যে পার্কিং করা আছে। মাঠে উত্তর পাশে মোটরসাইকেল ও বাই সাইকেলের গ্যারেজ বসানোর কারণে বিপাকে পড়েছে স্কুলের কমলমতি শিক্ষার্থীরা।স্কুল মাঠে হৈ চৈই করছে হাটে আসা লোকজন এতে শিক্ষার্থীরা পাঠদানে অমনোযোগী হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয়ে প্রতি মঙ্গলবার গ্যারেজ বসাচ্ছে এতে আমরা আতঙ্কে থাকি মাঠের মধ্যে অনেক গাড়ি পার্কিং করা থাকে। দূর্ঘটনা যদি ঘটে সে কারণে আমরা বাইরে বের হতে পারি না।

মোটরসাইকেল ও বাই সাইকেল গ্যারেজ এর মালিক আনোয়ার হোসেন বলেন, স্কুল মাঠে আমি দীর্ঘ দিন ধরে মোটরসাইকেল ও বাই সাইকেল গ্যারেজ করছি। আমার এখানে থানা স্টাফ, বিজিবি,স্কুলের অনেক শিক্ষকরা গাড়ী রাখে কেউ টাকা দেয় না। আমি আর দুই তিন হাট পরে গ্যারেজ বাদ দিয়ে দিবো।

নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সাথে মুঠোফোনে স্কুল মাঠে গ্যারেজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্কুলে আসেন সাক্ষাতে কথা বলি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিজার রহমান বলেন, সহকারি শিক্ষা অফিসার এম.এ জাহিদ ইবনে সুলতানকে বলে দিচ্ছি ব্যবস্থা নেয়া জন্য।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়ার উদ্যোগে ইফতার বিতরণ

দিনাজপুর-১ আসনে নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ধানের শীষের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম

রাণীশংকৈলে হোটেল শ্রমিক সমিতির অফিস উদ্বোধন

বোচাগঞ্জে ২টি ইট ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন দিনাজপুর ও পরিবেশ অধিদপ্তর

পীরগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি, কমতে শুরু করেছে দাম

রাণীশংকৈল মানবাধিকার রক্ষায় ওসি’র সাথে সিএসও সদস্যদের সংলাপ

শীতের আগমন ঠাকুরগাঁওয়ে লেপ-তোষক বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা !

রাণীশংকৈলে শিক্ষিকা আইরিন পারভীনের ইন্তেকাল

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু