Tuesday , 12 September 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে “ইউনিভার্সিটি র‌্যাংকিং ফর দ্যা টিসার্স অব এইসএসটিইউ”শীর্ষক সেমিনার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের সম্মানিত ডীন, বিভাগীয় চেয়ারম্যান এবং গঠিত র‌্যাংকিং কমিটির আহবায়ক ও সদস্য সচিবসহ সকল সদস্যবৃন্দের জন্য “ইউনিভার্সিটি র‌্যাংকিং ফর দ্যা টিসার্স অব এইসএসটিইউ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষকদের ব্যক্তিগত প্রোফাইল নিয়মিত আপডেট করার উপর গুরুত্ব প্রদান করেন। তিনি বলেন, আমাদের কোয়ালিটি আছে কিন্তু সেটি প্রকাশ করতে হবে, বর্তমান সময়ে এটি খুব জরুরী। তিনি বলেন, গতকাল আমরা বর্ণিল আয়োজনে ২৫ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছি । এই ২৫ বছরে আমাদের অনেক অর্জন রয়েছে, কিন্তু যে জায়গাটিতে আমরা একটু হোঁচট খাই সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে আমরা আমাদের সমাজকে কি দিচ্ছি? অবশ্যই আমরা দক্ষ গ্র্যাজুয়েট দিচ্ছি। শিক্ষক হিসেবে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা আমাদের পবিত্র দায়িত্ব, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাজ হলো নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা। সেক্ষেত্রে মানসম্পন্ন গবেষণার উপর আমাদের গুরুত্ব প্রদান করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন, সেখানে আমাদের গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করতে হবে। পরিশেষে এ ধরণের সেমিনার আয়োজনের জন্য তিনি আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ঋণ খেলাপীর দায়ে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

পীরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত, আহত-০১

শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে    -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের গণশুনানিতে উপকৃত মানুষেরা !

পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাবিপ্রবিতে সহকারী অধ্যাপকদের জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

নিরাপত্তার চাদরে ঘেরা পূরো এলাকা রাণীশংকৈলে ইত্যাদি অনুষ্ঠানে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

বীরগঞ্জে ৪৬টি গবাদি পশুর মৃতুর কারণ ক্ষুরা রোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

পীরগঞ্জে ইয়াবা টাপেন্টাডল ট্যাবলেট সহ একজন আটক