Saturday , 9 September 2023 | [bangla_date]

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাত্তারের জানাজা ও দাফন

দিনাজপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রোটারিয়ান সৈয়দ মোঃ আব্দুস সাত্তার মুকুল দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১টা ১৫মিনিটে তিনি না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দিনাজপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জনতা ব্যাংক লিমিটেড দিনাজপুর এরিয়া অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর এরিয়া দিনাজপুর এর সভাপতি রোটারিয়ান সৈয়দ মোঃ আব্দুস সাত্তার মুকুল গত ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার বিরল উপজেলার নিজ গ্রামের বাড়ি থেকে জুম্মার নামাজ শেষে মটরসাইকেল যোগে দিনাজপুর শহরের মিশনরোডস্থ বাসভবনে আসার পথে বিরলের তেঁতুলতলা নামক স্থানে একটি ছুটন্ত গরুর সাথে ধাক্কা খেয়ে দূর্ঘটনায় তিনি পতিত হন। দূর্ঘটনায় তাঁর মাথার হেলমেট ভেঙে একাংশ ঢুকে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ ছাড়াও একাধিক ভেইন ছিড়ে যায়। ঐদিন খবর পেয়ে তার পরিবার ও রোটারী ক্লাবের সদস্যরা তাঁকে অত্যন্ত আশংকাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর থেকে আইসিইউ বিভাগে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। ৬ সেপ্টেম্বর ভোর ৬টায় তার কার্ডিয়াক অ্যারেস্টের পর রাত ২ টায় আবারো কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়। সর্বশেষে বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সকাল ১১টায় ৩য় বারের মতো কার্ডিয়াক অ্যারেস্ট হলে কর্তব্যরত চিকিৎসক শত চেষ্টা করেও তাকে আর ফেরাতে পারেননি। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আছর মিশন রোড জামে মসজিদে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয় এবং নামাজের জানাজা শেষে ফরিদপুর কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। উক্ত জানাজা ও দাফনকার্যে মরহুমের পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, দিনাজপুর রোটারী ক্লাবের সকল রোটারিয়ানবৃন্দ, জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কিশোরী কন্যাসহ দুই ভাই, এক বোন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে দিনাজপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ মোঃ আব্দুস সাত্তার মুকুলের মৃত্যুতে ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ খাদিজা নাহিদ ইভাসহ ক্লাবের সকল রোটারিয়ানবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে শীতার্তদের পাশে প্রথমআলো বন্ধু সভা ট্রাস্ট

পঞ্চগড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

পীরগঞ্জে ট্রাক-পাওয়ার টিলার মুখোমুখি সংঘর্ষ নিহত-১

সত্য ও সুন্দরের পথে জীবনকে আলোকিত করতে হবে—হুইপ ইকবালুর রহিম

দীর্ঘ প্রায় এক যুগ পর আজ বুধবার পার্বতীপুর পৌরসভার নির্বাচন

ঠাকুরগাঁওয়ে রুহিয়া ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী

দিনাজপুরে ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নতুন কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিলনের ১ বছরের জেল জরিমানা

পঞ্চগড়ে বহু বাঁধ সেচ প্রকল্প এলাকায় ধান কাটা উপলক্ষে নবান্ন উৎসব

লায়ন্স ক্লাব অব দিনাজপুরে মেধাতালিকায় পাশকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান