Friday , 22 September 2023 | [bangla_date]

৩৭৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ

মশিউর রহমান:বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবাসহ ইলিয়াস আলী ওরফে নিরব( ৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি শুক্রবার দুপুরে নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর ) ভোরবেলা উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ইলিয়াস আলী ওরফে নিরব ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বালিয়াডাঙ্গী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
খায়রুল আনাম ডন জানান, আটক নিরবের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও