Friday , 1 September 2023 | [bangla_date]

বিরলে দুই গ্রুপের টানটান উত্তেজনায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিরলে দুই গ্রুপের টানটান উত্তেজনায়  বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের বিরলে দুই গ্রুপের টানটান উত্তেজনায় পাল্টা পাল্টি র‌্যালি ও পথসভার মধ্য দিয়ে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বিরল বিএনপি’র দলীয় কার্যালয় হতে জেলা বিএনপির সদস্য ও বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে বিরল পৌর শহরের নুরুটি স্টলের সামনে গেলে অপরদিক থেকে আসা বিএনপির অপর গ্রæপ দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি মাজাহারুল ইসলাম ও বজলুর রশিদ কালুর নেতৃত্বে আরেকটি র‌্যালির মুখোমুখি হয়। এসময় দুই গ্রæপের মধ্যে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। পরে র‌্যালি দুইটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৃথক পৃথকভাবে দলীয় কার্যালয়ের সামনে পথসভা করেন।

বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এসময় তিনি বলেন,নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কখনো জাতীয় সংসদ নির্বাচন হবে না। যদি কেউ করতে চায় তা প্রতিহত করা হবে। এ সময় বিরল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন ও হায়দার আলীও বক্তব্য রাখেন।

অপর পথসভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সহ-সভাপতি মাজাহারুল ইসলাম ও বজলুর রশিদ কালুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পৃথক পৃথক র‌্যালি ও পথসভায় বিএনপিসহ দলীয় সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

বীরগঞ্জে পল্লীতে ভেষজ চিকিৎসার নামে চলছে প্রতারণা, চলছে জ্বিনের বাদশার ভেলকিবাজী

সেতাবগঞ্জ সড়কের বাসে অজ্ঞেনপার্টি ব্যবসায়ীদের মাঝে আতংক

সেতাবগঞ্জ সড়কের বাসে অজ্ঞেনপার্টি ব্যবসায়ীদের মাঝে আতংক

পদ নিয়ে সমঝোতা না হওয়ায় সম্মেলন স্থগিত রানীশংকৈল উপজেলা বিএনপির

বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল এর দাফনকার্য সম্পন্ন

বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ঋণ প্রদানের সক্ষমতা অর্জন করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে শেষ মুহূর্তে দুটি ইউপিতে উৎসব আমেজে ভোট

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায়  অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

বোদা পৌর এলাকার সাতখামার ও কুড়ুলিয়া দুইটি মৌজা পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় এলাকাবাসির আনন্দ মিছিল