Thursday , 19 October 2023 | [bangla_date]

আটোয়ারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস উদযাপন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এ প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে শোভাযাত্রা, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ^ হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। আটোয়ারী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস-২০২৩ কর্মসুচি উদযাপন করা হয়। বুধবার দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। সেখানে শিশুদের হাত ধোয়া প্রদর্শন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা হৃষিকেশ রায়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহাম্মদ,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়, উপজেলা পাট উন্নয়ন কর্মর্কর্তা মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সুস্থ থাকতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, খাদ্য সংশ্লিষ্ট রোগ, শ^াস প্রশ^াসজনিত রোগ প্রতিরোধ করা সম্ভব। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে শিশুরা ফুসফুস রোগ থেকে রক্ষা পাবে। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা ও এইচআইভি শনাক্তকরন এবং সেবা কার্যক্রম সম্পর্কিত কর্মশালা

সহায় মানুষরা যেন কষ্ট না পায় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মশা যাদের কাছে বেশি আসে

ঠাকুরগাঁওয়ে মহেন্দ্র গাড়ীর চাপায় পল্লীবিদ্যুৎ কর্মচারীর মৃত্যু !

ঠাকুরগাঁওয়ে আব্দুল্লাহ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দেশে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৩৫

স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়ে বীরগঞ্জের শিক্ষার্থীরা

পঞ্চগড়ে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও স্যানিটারি সামগ্রি বিতরণ

বীরগঞ্জে টিএমএসএস এর উদ্যোগে কম্বল বিতরণ