মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে পরিষদের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা শাঈদ ত্বন্বী, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া এবং ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শাহজাহান ও রেনু একরাম। এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আটোয়ারী উপজেলা শাখার সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের আটোয়ারী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মনোজ রায় হিরু, সম্পাদক গনেশ চন্দ্র ঘোষ ভানু, ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি, আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ শাহ সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি/সম্পাদকগণ। এর আগে শারদীয় এ উৎসব সুন্দর ও সুষ্ঠু পরিবেশে এবং শান্তি শৃঙ্খলা ভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় পরিষদের দিক নির্দেশনা পাঠ করে শোনানো হয়। এছাড়াও পূজার শুরু থেকে প্রতীমা বিসর্জন দেওয়া পর্যন্ত বিভিন্ন নিরাপত্তা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। প্রস্তুতিমূলক সভায় পবিত্র আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখতে, প্রাকৃতিক দুর্যোগ ব্যতিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহ নিশ্চিৎ করতে, যে কোন অপ্রীতিকর বা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা সহ নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, এবছর অত্র উপজেলায় সর্বমোট ৩০টি মন্ডপে শারদীয় এ উৎসব উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। #


















