Monday , 9 October 2023 | [bangla_date]

এখন আর স্কুলে আসতে ভয় পাবেনা কিশোরীরা”

ঠাকুরগাঁও: প্রায় স্কুলে উপস্থিত থাকা অবস্থায় প্রিয়ডের সমস্যা নিয়ে বিপাকে পরে অনেক শিক্ষার্থী। প্রিয়ড চলাকালীন অনেকে স্কুলে আসতেও বিব্রত বোধ করে। সমস্যা নিরসনে এবার এগিয়ে এসেছে সার্ভিস ইমারজেন্সী ফর রুরাল পিপল (সার্প) নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
ঠাকুরগাঁওয়ের কালেক্টরেট স্কুল ও সালানদর বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি করে স্যানিটারি ভেনডিং মেশিন স্থাপন করেছে এই সংস্থাটি। এর মাধ্যমে স্কুলেই ৫ টাকা খরচে একটি করে স্যানিটারি নেপকিন নিতে পারবে শিক্ষার্থীরা।

বুধবার (৪ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল এন্ড কলেজে স্যানিটারি ভেনডিং মেশিন এর উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রাণী দেব।
সার্প জানায়, এই মেশিনটি অনেকটা এটিএম বুথের মতই কাজ করবে। ভেনডিং মেশিনের ভিতরে প্রায় ৫০০ নেপকিন রাখা আছে। স্কুলে আসা শিক্ষার্থীরা একটি ৫ টাকার কয়েন এই মেশিনে দিলেই একটা স্যানিটারি নেপকিন বেরিয়ে আসবে। শিক্ষার্থীরা এই নেপকিন স্কুলে বা ব্যবহারের জন্যে বাসায় নিয়ে যেতে পারবে।
কালেক্টরেট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী লিজা আক্তার জানান, শারীরিক সমস্যা কারনে প্রতি মাসেই তার স্কুল মিস হতো। অনেক সময় স্কুলে আসার পর এমন সমস্যায় পরতে হতো। লজ্জায় কাউকে বলতে পারতো না। এর ফলে লিজা আক্তার কে মাসে বেশ কয়েকদিন স্কুল মিস দিতে হতো। ফরে পড়ালেখা অনেকটা ক্ষতিগ্রস্ত হতো। এই মেশিন পেয়ে তাদের আর স্কুলে আসতে ভয় লাগবেনা। তিনি অনেক আনন্দিত।
সেনেটারী ন্যাপকিন পাওয়ার সহজ সুবিধা পেয়ে আজ লিজার মত অনেক শিক্ষার্থী খুব আনন্দিত। তারা আর স্কুল যেকে ভয় পাবেনা।
প্রকল্পের পরিচালক হিমাংশু চন্দ বলেন, স্যানিটারি ভেনডিং মেশিন এর উদ্বোধন কার্যক্রমটি ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে উক্ত কর্মসূচির মাধ্যমে প্রকল্প এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরো কয়েকটি স্যানিটারি ভেনডিং মেশিন স্থাপনের মাধ্যমে পর্যায়ক্রমে অসংখ্য কিশোরীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতাসহ উন্নত মানের স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা পাবেন বলে আমরা প্রত্যাশা করছি।
এই বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রাণী দেব বলেন, এটা তাদের অনেক ভালো একটি উদ্যোগ। অত্যন্ত ভালো একটি কাজ। কিশোরীরা এখন আর স্কুলে আসতে ভয় পাবেনা। জেলা প্রশাসকের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি) সম্মাননা পেলেন তরিকুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে ঢোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হিসাব সহকারী ২ জনে মিলে আয়াকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা

একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দাবি আদায় না হলে অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে যাবে হাবিপ্রবি শিক্ষক সমিতি

রাণীশংকৈলে মাল্টা কমলায় সাফল্য চাষীদের

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপি’র ঝটিকা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ

কাহারোলে জাতীয় যুবদিবস পালিত

বীরগঞ্জে পেটে বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

শিক্ষক বাতায়নে দেশসেরা কন্টেন্ট নির্মাতা বীরগঞ্জের সুলতানা রাজিয়া

বীরগঞ্জে আদালতের নির্দেশে ঘরবাড়ি উচ্ছেদ, বসতবাড়ি হারিয়ে ৬টি পরিবার খোলা আকাশের নিচে