Monday , 9 October 2023 | [bangla_date]

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উদ্বোধনকালে সিভিল সার্জন “তোমরা দেশের ভবিষ্যৎ, আগামী দিনে তোমাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে”

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উদ্বোধনকালে সিভিল সার্জন
“তোমরা দেশের ভবিষ্যৎ, আগামী দিনে
তোমাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে”
দিনাজপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে ক্ষুদে ডাক্তার শিক্ষার্থীদেরকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী।
রোববার দিনাজপুর সদর রাজবাটী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনের ক্লাসরুমে ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে স¦াস্থ্য অধিদপ্তরের সারাদেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উপলক্ষে প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বক্তব্যে বলেন, আগামীকালে দেশে মেধার বিকাশ ঘটাতে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রতিটি অভিভাবককে নিজের সন্তানের জন্য এই বিষয় লক্ষ্য রাখতে হবে। সুস্বাস্থ্যের জন্য নিজেকে সুস্থ রাখার জন্য ৫ থেকে ১৬ বছর পর্যন্ত শিক্ষার্থীদের বছরে অন্তত দুইবার কৃমি নাশক ট্যাবলেট খেতে হবে। সুস্থ ও সবল থাকলে শরীর ভাল থাকবে এবং মেধার বিকাশ ঘটবে। তোমরা দেশের ভবিষ্যৎ, আগামী দিনে তোমাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে।
রাজবাটী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহনাজ পারভীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ কাওসার আহমেদ।
এই সময় উপস্থিত ছিলেন রাজবাটী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি সুশান্ত রায়, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, স্কুলের সহকারি শিক্ষক মাহবুবা খানম, সৈয়দা রুমিনা মাসুদ, সালমা খাতুন, হৈমন্তী রায় ও স্কুলের শিক্ষার্থীদের অভিাভাবকসহ অন্যান্য সহকারি শিক্ষকগন।
উল্লেখ্য ক্লাস থ্রি থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পাঁচজন করে শিক্ষার্থীদের নিয়ে মোট পনের জন কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য ক্ষুদে ডাক্তার গঠিত হয়। এই জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ কার্যক্রম সারাদেশ ব্যাপী ৮ই অক্টোবর থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত পালিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

রাণীশংকৈলে বিএনপির শীতবস্ত্র বিতরণ

আটোয়ারীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ১১জনের মনোনয়ন পত্র দাখিল

বীরগঞ্জের ভোগনগরে বিভিন্ন মন্দির কমিটির আয়োজনে এমপি গোপালের রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্টিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা টিমের প্রতি ভক্তের ভালোবাসা!

আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রাণীশংকৈলে বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন ।। জাহিদুর সভাপতি-স্বপন সম্পাদক

পীরগঞ্জে ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

বীরগঞ্জে ভোগডোমা আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

বীরগঞ্জে সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু, একজন হাসপাতালে