Tuesday , 10 October 2023 | [bangla_date]

জাতীয় তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে দিনাজপুরে ৫টি সংগঠনের যৌথ উদ্দ্যোগে সংবাদ সম্মেলন

জাতীয় তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে জীবন ও পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করুন ¤েøাগান নিয়ে ৫টি সংগঠনের যৌথ উদ্দ্যোগে “দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন : তামাক কোম্পানী বেপরোয়া“শীর্ষক দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলন্য়াতনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: ইয়াকুব আলী। এসময় তিনি বলেন,সরকার আগামী ২০৪০ সালের মধ্যে দেশকে তামাক করতে নানান কার্য্যক্রম হতে নিয়েছে। অথচ তামাক কোম্পানীগুলো সরকারের জনস্বাস্থ্য রক্ষার এই মহত উদ্দ্যোগকে ব্যহত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। তাদের অপচেষ্টার মুল লক্ষ হচ্ছে দেশের তরুন সমাজকে ধুমপানের দিকে আকৃষ্ট করা। তামাক কোম্পানীগুলো দেশের আইনভঙ্গ করে বিজ্ঞাপন করার পাশাপশি, প্রণোদনা, রেষ্টুরেন্টে ধুমপানের স্থান তৈরী, বিশ্ববিদ্যালয়ে দুত নিয়োগ করছে। দেশের তরুন সমাজ আমাদের সন্তানদেরকে ধুমপায়ী বানিয়ে বানিজ্য করাই তাদের মুল উদ্দ্যোশ্য। আর এসবের নেতৃত্ব দিচ্ছে দেশে ব্যবসা করা ২টি বিদেশী সিগারেট কোম্পানী। আজ দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসংক্রামÍক রোগের চাপে বির্পযস্ত হয়ে পড়েছে।
হৃদরোগ,স্ট্্েরাক ও ক্যান্সার এই ৩টি অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ তামাক ব্যবহার। দেশের ৩ কোটিরও বেশি মানুষ তামাক ব্যবহার করে,এই বিশাল জনগোষ্ঠিকে তামাক ত্যাগ করাতে সরকার নানা উদ্দ্যোগে ব্যস্ত। তামাক ব্যবহার জনিত রোগে প্রতিবছর দেশে ১ লাখ ৬১ হাজার মারা যায় এবং ১৫ লক্ষাধিক মানুষ তামাক ব্যবহারজনিত নানা জটিল রোগে ভুগছে। একই সাথে ৬১ হাজারের অধিক শিশু পরোক্ষ ধুমপানের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আর এসমস্ত কারণেই সরকারকে বাতসরিক ৩০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়।
তামাকের ব্যবহার কমিয়ে আনাসহ সরকার জনস্বাস্থ্যের উন্নয়নে ২০০৫ সালে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার(নিয়ন্ত্রন)আইন প্রনয়ন এবং সংশ্লীষ্ট বিধি জারি করেন। এছাড়াও সরকারী বেসরকারী উদ্দ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেও শুধুমপাত্র সিগারেট কোম্পানীগুলোর চতুরতা ও লোভনীয় বিজ্ঞাপনের বেড়াজালে তামাকের ব্যবহার নিয়ন্ত্রনে আনা খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে দাড়িয়েছে।
আমরা এই সংবাদ সম্মেললনের মাধ্যমে তামাক ও তামাকজাত পন্যের ব্যবাহারকে নিরুতসাহীতে করতে সরকারের নিকট ৮টি সুপারিশ উপস্থাপন করতে চাই সে গুলো হচ্ছে। ১, দ্রæততম সময়ের মধ্যে তামাক নিয়নাত্রন আইন সংশোধনী চুড়ান্ত করা,০২.তামাক কোম্পানীর প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে কোড অব কন্ডাক গ্রহন,০৩.জাতীয় তামাক নিয়ন্ত্রন কর্মসুচী দ্রæত চুড়ান্ত এবং দেশব্যাপী যথাযথ কার্য্যক্রম গ্রহন কর্,া০৪.টাস্কর্ফোস কমিটিসমুহ স্বক্রিয় করা,কমিটির ত্রৈমাসিক সভা নিয়মিত করণ,সভার সিদ্ধধান্তসমুহ যথাযথভাবে বাস্দতবায়ন করা,০৫.আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পনী/প্রতিনিধিকে আর্থিক জরিমানা পাশাপাশি জেল প্রদান,০৬.আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানীগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহন করা,০৭.তামাক নিয়ন্ত্রন আইন মনিটরিং কার্য্যক্রমের সাথে বেসরকারী সংস্থাগুলোকে সম্পৃক্ত কার ও ০৮.প্রধানমন্ত্রীর ঘোষনা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা।
এসময় সংবাদ সম্মেলনে দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থাার নির্বাহী পরিচালক মো: আলফাজ আলী,অনুঘটকের নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম বাবলু,উদয়মান সমাজ কল্যান সংস্থার নির্বার্হী পরিচালক মো: বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী সাধারন শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে হাবিপ্রবির বিশ্ব বিদ্যালয় প্রশাসন ৭ টি হলের নাম পরিবর্তন করলেন

দিনাজপুরে বইমেলা পরিদর্শন কালে প্রবীন কবি ফাতেমা বেগম

পঞ্চগড়ে আন্তঃ বিভাগ ভলিবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ডুডুমারী আনসার ও ভিডিপি ক্লাব

বিরলের ৩টি ইউনিয়নের নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি’র ৪৫৯ জন সদস্য-সদস্যা বাছাই

ঠাকুরগাঁওয়ে পানির অভাবে আমন রোপণে চিন্তায় চাষি

ঠাকুরগাঁওয়ে নৌকা প্রার্থীর পিতাকে কটুক্তি করায় প্রতিবাদ সভা

পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোকা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

চিরিরবন্দরে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

রেলপথ মন্ত্রীর প্রয়াত সহধর্মীনির  পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

রেলপথ মন্ত্রীর প্রয়াত সহধর্মীনির পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে আবাসিক ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন