Wednesday , 11 October 2023 | [bangla_date]

টেবিলে চড়ে দুই শিক্ষকের ঝগড়া,ফেইসবুকে ভাইরাল,উপজেলা জুড়ে সমালোচনা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-
ঠাকুরগাঁও রাণীশংকৈলে শিক্ষক কমন রুমের টেবিলে জুতা পড়ে উঠে দুই শিক্ষকের ঝগড়া করার একটি স্ব-চিত্র(ভিডিও) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। অনেকে নিজেদের ফেইসবুক ওয়ালে সমালোচনা করে বিভিন্ন লিখা লিখে ভিডিওটি আপলোড করে প্রচার করছেন।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে রাণীশংকৈল ডিগ্রী কলেজে শিক্ষক কমন রুমে কলেজ অভ্যন্তরীন সভা অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাচলাকালীন বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে ইতিহাস বিভাগের শিক্ষক তোহিদুল ইসলাম জুয়েল এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষক শাহ আলমের মধ্যে বাক-বিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুজনের মাঝে ব্যাপক ঝগড়াঝাটি শুরু হলে শিক্ষক শাহ আলম সকল শিক্ষকদের উপস্থিতিতেই জুতা পড়ে টেবিলে চড়ে শিক্ষক জুয়েলের দিকে তেরে আসে উচ্চ-বাচ্য কথাবার্তা বলে। ভিডিওতে দেখা যায়, শিক্ষক শাহ আলমকে বার বার টেবিল থেকে নামানোর চেষ্টা করলেও তিনি সেদিকে কর্ণপাত না করে টেবিলে চড়েই কথা চালিয়ে গেছেন। এক পর্যায়ে সিনিয়র শিক্ষকদের হস্তক্ষেপে শাহ আলম টেবিল থেকে নেমে পড়ে। এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে শিক্ষক শাহ আলমকে টেবিলে চড়ে থাকতে দেখা গেলেও অপর শিক্ষক তোহিদুল ইসলাম জুয়েলও টেবিলে চড়ে উত্তপ্ত কথাবর্তা বলেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ফেইসবুকে অনেকে লিখেছেন,রাণীশংকৈলের সবোর্চ্চ বিদ্যাপিঠ রাণীশংকৈল ডিগ্রী কলেজের শিক্ষকদের যদি এমন অবস্থা হয়। তাহলে ওই প্রতিষ্ঠানের শিক্ষার মান কোন পর্যায়ে পৌছেছে তা ভাববার বিষয়? আনোয়ার হোসেন নামে একজন তার ফেইসুবক ওয়ালে লেখেন,শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষকের আর্দশ আচার আচরণ হবে সবার চেয়ে আলাদা। কিন্তু আজ দেখা গেল একজন কলেজ শিক্ষকের অসভনীয় আচরণের একটি ছোট ভিডিও ছড়িয়ে পড়েছে,যা দু:খজনক। মামুন ইসলাম নামে একজন লেখেন, দুর্নীতি করে চাকরি পেলে যা হয। এমন অনেক মন্তব্য বা সমালোচনা বর্তমান উপজেলা জুড়ে চলছে।
এ প্রসঙ্গে শিক্ষক শাহ আলম বলেন, হঠাৎ করেই তার সহকর্মী তৌহিদুল ইসলাম জুয়েল তার উপর ক্ষিপ্ত হণ। এ কারণে তিনি প্রতিবাদ করতে গিয়ে একটু বেশি উত্তপ্ত হয়ে পড়েন। তিনি বলেন, ঘটনাটি বাংলা বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম সমাধান করে দিয়েছেন। শিক্ষক তৌহিদুল ইসলাম জুয়েল বলেন, ভূয়া শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন বাজে কথা বলার প্রতিবাদ করতে গেলেই তিনি ক্ষেপে টেবিলে চড়ে তার উপর তেড়ে আসার চেষ্টা করেছেন। তবে সিনিয়র শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হয়েছে বলে তিনি দাবী করেছেন।
রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল বুধবার বলেন,কিছু বুঝে উঠার আগেই ঘটনাটি ঘটে গেছে। সিনিয়র শিক্ষকদের হস্তক্ষেপে দুই শিক্ষকদের ঝামেলাটি সমাধান হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আত-তাকওয়া ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

পঞ্চগড়ের আউলিয়া ঘাটে নৌকাডুবি দূর্ঘটনার চারদিন পর মিলল হিমালয়ের মরদেহ \ মৃতের সংখ্যা বেড়ে ৬৯\ তদন্ত কমিটির মেয়াদ বাড়ল আরও ৩ কর্ম দিবস

রাণীশংকৈলে কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ শুরু

পীরগঞ্জে রংধনু শিশু সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বালিয়াডাঙ্গীতে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

কাহারোলে সরকারি কর্তৃপক্ষের সাথে সুশিল সমাজে সংলাপ অনুষ্ঠিত

নবাবগঞ্জে একই রাতে ২০টি খড়ের গাদায় অগ্নি সংযোগ

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সভাপতি মুকুল সম্পাদক আলমগীর

সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন