Monday , 2 October 2023 | [bangla_date]

দিনাজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবসে বর্ণাঢ্য র‌্যালী

“প্রবীনদের আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রæতির ঘোষণার বাস্তবায়ন চাই”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১ অক্টোবর রোববার প্রবীন হিতৈষী সংঘ, দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় “আন্তর্জাতিক প্রবীন দিবস” উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‌্যালী, জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীন হিতৈষী সংঘের সভাপতি প্রফেসর এম.এ জব্বার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রবীন হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, এ.এস.পি মাহফুজার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক প্রমাণিক ও ডাঃ মুক্তা জাবিদ। মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যক্ষ ইসমাইল হোসেন, ডাঃ শহিদুল্লাহ, নুর ছাবা হোসেন, মোঃ শামসুদ্দিন আহমেদ ও প্রবীন সদস্য খালেদ চিস্তি। অনুষ্ঠানে প্রবীন সেবা সম্মাননা পুরস্কার প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা মোঃ লতিফুর রহমান সরকার, মমতাময় পুরস্কার প্রদান করা হয় সঙ্গীত কলেজের সাবেক শিক্ষক মোঃ কামরুজ্জামান লাইজু ও মমতাময়ী পুরস্কার প্রদান করা হয় সুবর্ণা মোস্তাফা। এছাড়া প্রবীন দিবসের উপর রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাহমুদুন নবী।
প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ র‌্যালী এবং আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতিনিয়ত প্রবীনদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকার তাদের জন্য সুরক্ষা আইন এবং সিনিয়র সিটিজেন হিসেবে সুযোগ-সুবিধা প্রদান করেছেন। যা অবিলম্বে সারাবেশ্বের মত বাংলাদেশেও বাস্তবায়ন হবে। এছাড়া জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রবীনরা সেবা গ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির আর্থিক অনুদান প্রদান

দেশে এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পীরগঞ্জে সাংবাদিক কাজী নুরুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমিতি খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ — আদালতে মামলা

ঠাকুরগাঁওয়ে অসহনীয় শীত !

বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে —-হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা

খানসামায় মাদকসেবীর ৪ মাসের কারাদন্ড

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পীরগঞ্জে সম্প্রীতি মেলা