Friday , 20 October 2023 | [bangla_date]

দিনাজপুরে শেখ রাসেল মিনি বাস্কেটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা সমাপ্ত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরে আয়োজিত ৩ দিনব্যাপী শেখ রাসেল মিনি বাস্কেটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষ হয়েছে।
বাংলাদেশ বাস্কেট বল ফেডারেশনের সহযোগিতায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার বিকেলে দিনাজপুর সেন্টফিলিপস্ হাই স্কুল ও কলেজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু, ¯েœহের ছোট ভাই শেখ রাসেলসহ পরিবারের সকলকে হারানোর বেদনা নিয়ে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। বর্তমানে তারই দেখানো পথে ২০৪১ সালকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। ক্ষুদে খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এই ছোট ছোট খেলোয়াড়দের মাঝে খুজে পাই আগামী দিনের জাতীয় দলের খেলোয়াড়। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের ক্রীড়া নৈপুন্য দেখিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। এ বছর বাংলাদেশ যুব গেমস্-এ দিনাজপুরের মেয়েরা বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরবার্জন করেছে। আমি জানি ছেলেরাও পারবে। তিনি বলেন, অবশ্যই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বাস্কেট বল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, সেন্টফিলিপস্ হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
এর আগে ৩ দিনব্যাপী প্রশিক্ষন নেয়া অনুর্ধ্ব-১৩ বয়সের ২০ জন খেলোয়াড় লাল-সবুজ নামে দুটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতা করেন। খেলায় ২০-১৬ বাস্কেটে সাদা সার্জি পরিহিত লাল দলকে পরাজিত করে আকাশি রঙের জার্সি পরিহিত সবুজ দল বিজয়ী হয়।
আলোচনা শেষে প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়দের হাতে সনদপত্র ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, উপ-সচিব মোরারজি দেশাই বর্মন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের কোষাধ্যক্ষ ওয়াসিফ আলী, সদস্য মিল্টন গমেজ, ৩ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের প্রশিক্ষক সবুজ মিয়া, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাস্কেটবল উপ কমিটির আহবায়ক মো. আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, সমিরণ ঘোষ, মো. আনোয়ারুল ইসলাম, রবিউল আউয়াল খোকা, আশরাফুল আলম রমজান, আবু সামাদ মিঠু, জুলফিকার আলী, নওশাদ ইকবাল কলিন্স, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ৩ দিনব্যাপী শেখ রাসেল মিনি বাস্কেটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে গণহত্যা দিবস পালিত

পা দিয়ে লিখে হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধা তালিকায় স্থান পেয়েছেন প্রতিবন্ধী মানিক

রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রস্তুতি সভা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের বিনম্র শ্রদ্ধা

ঠাকুরগাঁওয়ে মেহেদি হত্যা–বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

খানসামায় নাগরিকত্ব অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঐতিহাসিক সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে বিরল ও বোচাগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুরে আইনজীবী হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

ইউপি নির্বাচন ঘিরে বেড়েছে অবৈধ অস্ত্রের বেচাকেনা

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু