Friday , 6 October 2023 | [bangla_date]

দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বৃহস্পতিবার “কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” এই প্রতিপাদকে সামনে রেখে সেণ্ট যোসেফস্ স্কুলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান সূচির মধ্যে সকাল ৯ টায় শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয় অত্র বিদ্যালয় এর শিক্ষার্থীরা। পরবর্তীতে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই মঙ্গল প্রদীপ প্রজননের মাধ্যমে সকল শিক্ষকবৃন্দ মোমবাতি প্রজ্জালন করে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ শেষে একটি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয় প্রধান শিক্ষিকা সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শশধর চন্দ্র রায়, মৌলি রানী পোদ্দার, পবন রায়, সঞ্জয় পাল। এ সকল অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও