Wednesday , 11 October 2023 | [bangla_date]

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত

“স্ক্রিনিং জীবন বাঁচায়, ক্যান্সারের ঝুঁকি থাকলে লক্ষণ না থাকলেও স্ক্রিনিং করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম-এর ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং স্তন ক্যান্সার সচেতনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৯ টায় খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল, দিনাজপুর এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে নেতৃত্বদেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। র‌্যালী শেষে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অডিটোরিয়াম হলে স্তন ক্যান্সার সচেতনতা দিবস-২০২৩ উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সেমিনারে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার হাসপাতালের সহ-সভাপতি এবং জিয়া হার্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এ কে এম আজাদ- এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আখতারুজ্জামান আখতার এর সঞ্চালনায় এ সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল কবির, যুগ্ম সম্পাদক এবং অত্র অনুষ্ঠানের আহŸায়ক রাহবার কবির পিয়াল, আজীবন সদস্য আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার সুধা রঞ্জন রায়, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এর পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার আশরাফ উজ জামান লিটন, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ মোস্তফা বেগম, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার হাসপাতালের কার্যনির্বাহী সদস্য শাহিন খাঁন, শওকতুল্লা মজিদ (বাদশা), জিয়া হার্ট ফাউন্ডেশনের সকল অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য যে, অক্টোবর মাসটি বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে। এই অক্টোবর মাসে সারা বিশ্বে স্তন ক্যান্সার সচেতনতার উপর বিভিন্ন কর্মসূচি পালন করে আসে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে বিগত ১০ বছর যাবত প্রতিবছরের অক্টোবর মাসের ১০ তারিখে স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালন করে আসছে।
এ ছাড়াও দিবসটি উপলক্ষ্যে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার হাসপাতাল দিনাজপুর এর আয়োজনে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় ১১ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম অভিযানে রোড শোভাযাত্রা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জমে উঠেছে পূজার কেনাকাটা

পীরগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কাহারোলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্ধোধন

ঠাকুরগাঁওয়ে লিচুর বাম্পার ফলন –ভাল দাম পেয়ে খুশি বাগানীরা

বীরগঞ্জ কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত কারিগররা।

রাণীশংকৈলে একই দিনে পানিতে পড়ে রাজু-সাজুর মৃ*ত্যু

নবাবগঞ্জে পানিতে ডুবে মাদরাসা শিক্ষকের মৃত্যু

রাণীশংকৈলে আ’লীগের কার্যনির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠান

সামাজিক সুরক্ষার আওতাধীন আটোয়ারীতে ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা

নারী শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ