Monday , 2 October 2023 | [bangla_date]

পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেললাইন সহ রেলওয়ে মালামাল উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেল লাইনসহ রেলের বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে পার্বতীপুর উপজেলা ও বদরগঞ্জ উপজেলা এলাকা থেকে রেলওয়ে মালামাল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর-মধ্যপাড়া পাথরখনি রেলপথটি দীর্ঘ দিন ধরে অব্যবহৃত থাকায় প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে এখানকার রেল লাইন। এরই মধ্যে ওই রেল পথের প্রায় ৫ কিলোমিটার রেল লাইন চুরি করে নিয়ে গেছেন চোরচক্রের সদস্যরা। সম্প্রতি স্টেশন সংলগ্ন বাফার গোডাউন থেকে রেল লাইন উদ্ধারের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা।

বিভিন্ন সময়ে চুরি যাওয়া এসব মালামাল একটি বাড়িতে মজুত রাখা আছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনাকালে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ঘাটপাড়া গ্রামের মৃত শ্রী মেইল্লা কান্তির ছেলে করুনা কান্তির বাড়িতে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে বিশেষ কায়দায় রাখা ১ ফিট দৈর্ঘ্যের ১০টি রেলের কাটা অংশ, ১ ফিট সাইজের ২টা ফ্রেন্স, ৪টি হুকের টুকরা, ৪ পিস ওয়েব এবং তিনটি ই সাইজের ৫৩টি রেলের টুকরা উদ্ধার করা হয়।

এ সময় অন্য আরেকটি তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় পার্বতীপুর উপজেলার সীমান্তবর্তী রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর শেখপাড়া গ্রামে। ওই গ্রামের মৃত সোবহানের ছেলে হারিজুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় রেল লাইনের ৪ ফিট দৈর্ঘ্যের ৬০ পিস ফ্রান্স (রেল লাইনের উপরের পাত)।

অভিযানকালে উভয়ের কেউ বাড়িতে না থাকায় অবৈধভাবে মজুতের অভিযোগে তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযানকালে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম, এসআই সাজিদ হাসান, রেলওয়ে নিরাত্তা বাহিনীর সিআই আহসান হাবিব, পার্বতীপুর রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী/পথ আল আমিনসহ রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম জানান, অভিযান পরিচালনাকালে বাড়িতে কেউ না থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যাদের বাড়ি থেকে এসব রেলের মালামাল পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উদ্ধার হওয়া মালামাল পার্বতীপুরের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী(পথ) আল আমিনের নিকট হস্তান্তর করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার

রাজনৈতিক-সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা প্রচারের লক্ষ্যে পঞ্চগড়ে অবহিতকরণ সভা

কাহারোলে মহান বিজয় দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে শিশুর পুরুষাঙ্গে ইট বেঁধে ভিডিও, ৩ কিশোর আটক

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী সোহাগী ও স্বপ্না রানীকে গণসংবর্ধনা !

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার

বিরলে ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে ৫০০ জন রোজাদারদের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ

আওয়ামী’সরকার ক্ষমতায় না থাকলে বাংলাদেশ উগ্র সাম্প্রদায়িকতার আবাস ভূমি হতো – এমপি গোপাল

বীরগঞ্জে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন