Friday , 13 October 2023 | [bangla_date]

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলন শুরু

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা  খনি থেকে উত্তোলন শুরু

পার্বতীপুর প্রতিনিধি\দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে নির্ধারিত সময়ের আগেই নতুন ফেইজ থেকে আবারো কয়লা উত্তোলন শুরু হয়েছে।
বড়পুকুরিয়া কয়লা খনি থেকে এই নতুন ১৪১২নম্বর ফেইজ থেকে ২লাখ ১৬ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের আশা করছেন সংশ্লিষ্টরা। উত্তোলিত কয়লার পুরোটাই সরবরাহ করা হবে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে।
সত্যতা নিশ্চিত করে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকার জানান, নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তর ও চালু করতে চলতি মাসের শেষ দিকে নতুন ১৪১২ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলনের আশা করেছিলেন তারা। তবে সব কিছু ঠিকমত চলায় নির্ধারিত সময়ের আগে বুধবার (১১ অক্টোবর) থেকে কয়লা উত্তোলন শুরু করতে পেরেছেন। নতুন এই ফেইজ থেকে ২ লাখ ১৬ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের আশা করছেন তারা। পুরো কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে ৩টি ইউনিটের ৫২৫মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে।
কয়লা খনি সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫এপ্রিল বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেজ থেকে সর্বশেষ ২৯ আগষ্ট পর্যন্ত ৩ লাখ ৭৫হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। উত্তোলিত কয়লা কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। ফেজটির মজুত শেষ হয়ে যাওয়ায় নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য ৩০ আগস্ট খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ করা হয়। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহের জন্য ইয়ার্ডে মজুদ রাখা হয়েছিল ১লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা।নতুন ফেইজে কয়লা উত্তোলনের আগে ওই মজুদের ইয়ার্ডে ছিল ৩০হাজার মেট্রিক টন। ইয়ার্ডের মজুদ শেষ হবার আগেই নতুন ফেইজে কয়লা তুলতে সক্ষম হয়েছেন তারা। এতে তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পারবেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দোয়া মাহফিলে সন্ত্রাসী হামলায় বিএনপি’র নেতা কর্মী ও সাধারণ মানুষ আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে মঞ্চায়িত শিল্পকলা একাডেমির নাটক‘কেষ্টর তীর্থ যাত্রা’

দিনাজপুরে জুলাই যোদ্ধা শহীদ আশিকুলের কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন

ঠাকুরগাঁওয়ে ভেলাজান আনছারিয়া ফাজিল মাদ্রাসা আদালতের নির্দেশ অমান্য করে নিয়োগ পরীক্ষা !

অধ্যাপক গোলাম মোস্তফার ৫২ তম শাহাদত বার্ষিকী আজ

ঠাকুরগাঁওয়ে শিশু হুমায়রা বাঁচাতে মানুষের দ্বারে পিতা-মাতা

পীরগঞ্জে ৪’ঔষধ ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বুধবার থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক খাইয়ে চুরি, আটক ৮

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা