Friday , 13 October 2023 | [bangla_date]

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলন শুরু

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা  খনি থেকে উত্তোলন শুরু

পার্বতীপুর প্রতিনিধি\দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে নির্ধারিত সময়ের আগেই নতুন ফেইজ থেকে আবারো কয়লা উত্তোলন শুরু হয়েছে।
বড়পুকুরিয়া কয়লা খনি থেকে এই নতুন ১৪১২নম্বর ফেইজ থেকে ২লাখ ১৬ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের আশা করছেন সংশ্লিষ্টরা। উত্তোলিত কয়লার পুরোটাই সরবরাহ করা হবে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে।
সত্যতা নিশ্চিত করে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকার জানান, নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তর ও চালু করতে চলতি মাসের শেষ দিকে নতুন ১৪১২ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলনের আশা করেছিলেন তারা। তবে সব কিছু ঠিকমত চলায় নির্ধারিত সময়ের আগে বুধবার (১১ অক্টোবর) থেকে কয়লা উত্তোলন শুরু করতে পেরেছেন। নতুন এই ফেইজ থেকে ২ লাখ ১৬ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের আশা করছেন তারা। পুরো কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে ৩টি ইউনিটের ৫২৫মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে।
কয়লা খনি সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫এপ্রিল বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেজ থেকে সর্বশেষ ২৯ আগষ্ট পর্যন্ত ৩ লাখ ৭৫হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। উত্তোলিত কয়লা কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। ফেজটির মজুত শেষ হয়ে যাওয়ায় নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য ৩০ আগস্ট খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ করা হয়। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহের জন্য ইয়ার্ডে মজুদ রাখা হয়েছিল ১লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা।নতুন ফেইজে কয়লা উত্তোলনের আগে ওই মজুদের ইয়ার্ডে ছিল ৩০হাজার মেট্রিক টন। ইয়ার্ডের মজুদ শেষ হবার আগেই নতুন ফেইজে কয়লা তুলতে সক্ষম হয়েছেন তারা। এতে তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পারবেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পৃথিবীর নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে রাসেল হত্যাকাণ্ড একটি জঘন্য নজির -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে যৌতুক চাওয়ায় চিকিৎসকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন !

হাবিপ্রবিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

করোনার সব ভ্যাকসিনে গ্যারান্টি দেওয়া সম্ভব নয়: ডব্লিউএইচও

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ইয়াবা, মদ, গাঁজা ও সিনটা সহ আটক -৩

চিরিরবন্দরে শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ২৬ দফা দাবি, কর্মবিরতি-মহাসড়ক অবরোধ

দিনাজপুরে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সদর ইউএনও ফয়সাল রায়হান

বিরলে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুভ উদ্বোধনকালে দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু বিদ্বেষী মনোভাব থাকবে না–জেলা বিএনপি’র সভাপতি

নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত