Tuesday , 31 October 2023 | [bangla_date]

বীরগঞ্জে জমি নিয়ে ২ ভাইয়ে দ্বন্দ্ব, বৃদ্ধা মাসহ ভাইয়ে ভাইয়ে মামলা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে ২ ভাইয়ে দ্বন্দ্ব, বৃদ্ধা মাসহ ভাইয়ে ভাইয়ে মামলা অব্যাহত রেখেছে।

উপজেলার পাল্টাপুর ইউনিয়ের রেকর্ডীয় মালিক মৃত হর মোহনের স্ত্রী গঙ্গামনি ও পুত্র বীরেন্দ্র নাথ রায়ের অভিযোগে জানা যায় কুসুমতৈড় মৌজার ৭০২ দাগে ১৯ শতাংশ জমিসহ বিভিন্ন দাগে তাদের জমি ২ একর ১৬ শতক।

ইউপি চেয়ারম্যান ও শ্বশ্মানের সভাপতি/সম্পাদক কর্তৃক দেয়া প্রত্যয়ন পত্র মতে গত ইংরেজি ২০০৩ সালের ৩ নভেম্বর মাসে হরমোহন রায় মৃত্যু বরন করেন মর্মে উল্লেখ রয়েছে।

গঙ্গামনি ও বীরেন্দ্র নাথ রায় বিভিন্ন কাগজপত্র, তথ্য-উপাত্ত প্রদর্শন করে জানান তাদের বংশধর মি. জগদিশ রায় দুলাল অর্থাৎ মৃত হরমোহন ও গঙ্গামনির ছেলে ও বীরেন্দ্র নাথের ভাই গত ইংরেজি ১৯৮৯ সালের ১৩ই মে তারিখে সোনাতন ধর্ম ত্যাগ করে খৃষ্টান ধর্ম গ্রহণ করেন।

ধর্মান্তরিত হওয়ার বিষয়টি লিখিতভাবে প্রত্যয়ন করেছেন বাংলাদেশ লুথারেন চার্চ বিএলসি’র কুমোরপুর মন্ডলীর পালক রেভা কালিচরন।

দিনাজপুর জেলা জজ কোর্টের এ্যাডভোকেট প্রফুল্ল কুমার রায় কর্তৃক সম্পাদিত ‘দায়ভাগ’ মতে ফারায়েজ অনুযায়ী হরমোহনের রেখে যাওয়া সম্পত্তিতে বাংলাদেশের প্রচলিত আইনে মি. জগদীশ দুলালের কোন অংশ নেই, যেহেতু তিনি ধর্মান্তরিত হয়েছেন।

গঙ্গামনি ও বীরেন্দ্র নাথ মৃত হরমোহনের সম্পত্তির প্রকৃত সমান অংশিদার।

মি: জগদিশ রায় দুলাল ধর্মান্তরিত হওয়ার পর থেকে খৃষ্টান ধর্মই পালন করছেন মর্মে এলাকার সকলেই জানেন, সামাজিকভাবে প্রচার ও প্রকাশ রয়েছে।

তিনি খৃষ্টান পরিচয়ে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করেন এবং তার পুত্র মি.বিপ্লব রায় দুবাই প্রবাসী।

বর্তমানে বীরগঞ্জ পৌরশহর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাড়িতে স্ব-পরিবারে বসবাস করছে।

অথচ জগদিস নিজেকে হিন্দু ধর্মের অনুসারী এবং হর মোহনের সম্পত্তির দাবীদার হয়ে জমির কাগজপত্র তৈরি করে সাড়ে ৯ শতাংশ জমি জনৈক মজিবরের নিকট ১৯ লাখ টাকার বিনিময় বিক্রি ও রেজিষ্ট্রি প্রদান করেছেন বলে স্বীকার করেছেন জমি ক্রেতা।

দখল হস্তান্তর করতে পারেন নাই, বীরেন্দ্র নাথ জমির ভোগদখলে আছেন।

ফলে গঙ্গামনি ও বীরেন্দ্র নাথ রায় বাদি হয়ে সহকারী জজ আদালত দিনাজপুরে মি. জগদিশ রায়সহ জড়িতদের বিরুদ্ধে ১৬০/২০২৩ অন্য মামলা দায়ের করেছেন এবং মামলাটি চলমান রয়েছে।

অভিযুক্ত মি. জগদীশ রায় দুলালের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে প্রতিক্রিয়ায় জানান তিনি খৃষ্টান না হিন্দু ধর্ম্বাবলম্বী তা আদালতেই প্রমান হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ইএসডিও এবং কিউকেএএফ এর যৌথ উদ্দ্যোগে নৈতিকতা, মূল্যবোধ, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুন সমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক সম্মেলন

হরিপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর সদরের কাশিমপুর স্মার্ট পরিবেশ বান্ধব গ্রামের ঘোষনা

সীমান্তে মাদক ও অবৈধ মানব পাচার রোধে কাজ করছে বিজিবি –লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর নির্মাণধীন বাড়ি ভেঙ্গে দিলেন দুর্বৃত্তরা

রানীশংকৈলে পুড়িয়ে ফেলা হল নিষিদ্ধ কারেন্ট জাল

ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা আটক

তেঁতুলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু