বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা দিলেন পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল।
রবিবার (২২ অক্টোবর) রাতে শুভ অষ্টমীতে পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ-সময় মেয়র মোশারফ হোসেন বাবুল বলেন, শুধু দুর্গাপূজা নয়, কখনোই কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। তবে দেশের উন্নয়নবিরোধী একটি মহল চলমান দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা সফল হয়নি।
তিনি কুমারপড়া পূজামণ্ডপ , মহিলা কলেজ মাঠ,দৈনিক বাজার কেন্দ্রীয় পূজামণ্ডপ, কলেজপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ,সনাতনপাড়া, বিষ্ণু মন্দির, নতুনপাড়া,হরিবাসরপাড়া ও শিমূল তলা কালিবাড়ীসহ পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পাশাপাশি বীরগঞ্জ পৌরসভার পক্ষে থেকে মণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা করেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন-পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল ইসলাম ফুলি, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল আহাদ,৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আব্দুল্লাহ আল হাবীব মামুন,৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তাইজউদ্দীন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মোছাঃ রহিমা বেগম, মোছাঃ নার্গিস বেগম কেয়া ও মোছাঃ সামিনা ইয়াসমিন প্রমুখ। এ ছাড়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


















