Wednesday , 4 October 2023 | [bangla_date]

শিল্পী মরহুম মোহাম্মদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

“তুমি রবে নীরবে-হৃদয় মম”-কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন দিয়ে শুরু হলো দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে নবরূপীর সাবেক সঙ্গীত সম্পাদক ও বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী মরহুম মোহাম্মদ আবু সাঈদ এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাতে নবরূপীর হলরুমে।
নবরূপীর আহবায়ক কমিটির আহবায়ক নাজমুল হক এর সভাপতিত্বে স্মরণ সভায় মরহুম আবু সাঈদ এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নবরূপীর সাবেক সভাপতি আব্দুস সামাদ, আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম, সদস্য রণজিৎ কুমার সিংহ, মোঃ লুৎফর রহমান, অধ্যাপক শফিউল আলম বুলবুল, প্রবীন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংষ্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, জেলা কালচারাল অফিসার মীন আরা পালভীন ডালিয়া, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলিন পরিষদের জেলা কমিটির সভাপতি রবিউল আউয়াল খোকা, নবরূপীর সদস্য সিফাতে জাহান শিউ, রওনক আরা হক নীপা, জোবায়ের আলী জুয়েল, সিরাজুম মুনিরা, মরহুম আবু সাঈদ এর কন্যা সুরেলা সাঈদ, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, ভৈরবীর সাধারন সম্পাদক রহমতুল্লাহ রহমত, মানস ভট্টাচার্য, সাবেক অর্থ সম্পাদক আতিকুর রহমান নিউ, শিল্পী কোমল কুজুর। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত নট্য সম্পাদক শামীম রাজা। আলোচনা সভা শেষে মাওলানা এরসাদুজ্জামান এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে মরহুম আবু সাঈদ এর স্মরণে নবরূপীর শিল্পীবৃন্দ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। স্মরণ সভায় বক্তারা বলেন, আবু সাঈদ গানের মধ্যে বেঁচে থাকবে চিরদিন। আমাদের প্রজন্ম যাতে আবু সাঈদকে স্মরণ করতে পারে সে ব্যবস্থা আমাদের করে যেতে হবে। আবু সাঈদের মত বিশুদ্ধ রবীন্দ্র শিল্পীকে আমরা আর পাব কি না আমরা জানি না। তবে সে চিরকাল আমাদের হৃদয়ে মম বেঁচে থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা করেছে ——রাণীশংকৈলে মেয়র মোস্তাফিজুর রহমান

ঠাকুরগাঁওয়ের আশ্রয়ণ প্রকল্প পরিচালকের পরিদর্শন

বিয়েতে হ্যাট্রিক, তবুও তারুণ্যে লাবণ্যে এখনো দীপ্ত শ্রাবন্তী

জেলা আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশে- এ কে এম জিয়াউল আলম আনসার ভিডিপির সকল সদস্যই একটি সিসি ক্যামেরা

দিনাজপুরে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা

রাতের আধাঁরে স্কুলের তালা ভাঙার প্রতিবাদে খানসামায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

পীরগঞ্জ আনন্দমার্গের ৩ দিন ব্যাপী ধর্ম সম্মেলন

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রানীশংকৈলের ধর্মগড় ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা

পীরগঞ্জে ডাঃ নাজিমউদ্দীন স্মরণে ফ্রী ডায়াবেটিস ক্যাম্প