Wednesday , 25 October 2023 | [bangla_date]

১০ নভেম্বর দিনাজপুরে দুদিনব্যাপী আন্তর্জাতিক বিএসএসআর সম্মেলন

“বিশ্বাস ও বিশ্বাসীদের স্বভাব, সংস্কৃতি ও আচরণঃ দক্ষিণ এশিয়ার সংস্কৃতিক ঐতিহ্য” বিষয়বস্তুকে সামনে রেখে দিনাজপুরে আগামী ১০ ও ১১ নভেম্বর আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ফর দ্যা স্টাডি অব কালচার এন্ড রিলিজিয়ন (বিএসএসসিআর)। এতে অংশ নেবেন ৩টি দেশের শতাধিক গবেষক লেখক।
গতকাল বুধবার প্রেসক্লাব কনফারেন্স রুমে আগামী ১০ নভেম্বর দুই দিনব্যাপি তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন আয়োজক প্রতিষ্ঠান বিএসএসসিআর মহাসচিব অধ্যাপক ডঃ শাহনাজ হুসনে জাহান লীনা।
এসময় তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, এবারের তৃতীয় বিএসএসসিআর আর্ন্তজাতিক এই সম্মেলনের বিষয়বস্তু হচ্ছে “বিশ্বাস ও বিশ্বাসীদের স্বভাব, সংস্কৃতি ও আচরণ : দক্ষিন এশিয়ার সংস্কৃতিক ঐতিহ্য“। দক্ষিন এশিয়ার অন্যান্য দেশগুলির ন্যায় দিনাজপুর জেলাও শত সহ¯্র বছর ধরে বৈচিত্রময় সভ্যতা ও সংস্কৃতির আবাসস্থল। বিএসএসসিআর এর সাথে সংযুক্ত রয়েছে হার্ভাড,অক্সর্ফোড,ক্যামব্রিজ,ইয়েল,অস্টেলিয়ান ন্যাশনাল ইউনির্ভাসিটি অব সিঙ্গাপুর,টোকিও ইউনির্ভাসিটিসহ পৃথিবীর ৮৫াটদেশের ৬০০বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। বিএসএসসিআর প্রতি ২বছর পর পর বাংলাদেশের বিভিন্ন জেলায় আর্ন্তজাতিক এই সম্মেলনের আয়োজন করে। সংগঠনটির প্রথম বিএসএসসিআর সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৯সালে রাজধানী ঢাকায়,এরপর দ্বিতীয় বিএসএসসিআর আর্ন্তজাতিক সম্মেলনটি ২০২১সালে করোনা‘র কারণে অনলাইনে অনুষ্ঠিত হয়।এবার তৃতীয় আর্ন্তজাতিক সম্মেলনটি দিনাজপুরে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে। বিএসএসসিআর বিশ্ব সভ্যতার উন্নয়ন ও সম্প্রতির জন্য একটি গবেষনা সংস্থা।এটি এস.এস.ই.এ.এসআর এর অধিভুক্ত প্রতিষ্ঠান এবং ইউনেস্ক‘র তত্বাবধানে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ফিলোসোফি এন্ড হিউম্যান সায়েন্সেস এর সদস্য ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর দ্যা হিস্ট্রি অব রিলিজিয়ন্সের বাংলাদেশ এসোসিয়েশন।
এই সম্মেলনের ৩টি উদ্দেশ্য রয়েছে সেগুলো হচ্ছে ১.দেশি ও বিদেশী বিশেষজ্ঞ প্রতœতত্ববিদ, ঐতিহাসিক, নৃতত্ববিদ, ভাষাবিদ, সাহিত্যিক, সমাজ বিজ্ঞানী, এবং অর্থনীতিবিদের মধ্যে একটা টেকসই সর্ম্পক ও পরিবেশ সৃষ্টি করা, ২. বিশ্¦ের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুসর্ম্পক স্থাপন করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মেলন পূর্ব ও পরবর্তী ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান ভ্রমনের মাধ্যমে দিনাজপুরের উন্নত সাংস্কৃতিক ঐতিহ্যকে আর্ন্তজাতিক অঙ্গনে প্রচার করা। দুই দিনব্যাপী এই আর্ন্তজাতিক সম্মেলনে ৩টি দেশের মোট ৭০টি গবেষনা প্রবন্ধ ১০টি শিরোনামের অধিনে ১২টি প্যারালাল সেশনের মাধ্যমে উপস্থাপিত হবে। আগামী ১০ নভেম্বর উদ্বোধনী এবং ১১নভেম্বর সমাপনী অনুষ্ঠান দিনাজপুর ব্্রাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হবে। এই আর্ন্তজাতিক সম্মেলনে যোগদানের জন্য দিনাজপুরের গবেষক ও শিক্ষকগনকে আগামী ৩১অক্টোবর মধ্যে উল্লেখিত নংংপৎ.ংবপৎবঃধৎরধঃ@মসধরষ.পড়স হোয়াটস্ আপ নম্বর- ০১৭১২-০৯৬০১৫৪ নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএসসিআর এর সহ সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটির ডীন অধ্যাপক ড: ওসমান গনি,তৃতীয় বিএসএসসিআর আর্ন্তজাতিক সম্মেলনের স্থানীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও দিনাজপুর সরকারী মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আলী ছায়েদ.দিনাজপুর সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল বিশ্বাস,দিনাজপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন,আর্দশ কলেজের অধ্যক্ষ ড: সৈয়দ রেদওয়ান টিটো,সঙ্গীত কলেজের উপ-অধ্যক্ষ ড: মারুফা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু,ইতিহাস সম্মিলনী জেলা ইউনিটের সম্পাদক বিধান কুমার দত্ত,লেখক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল,সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের প্রশাসনিক পটরিচালক ডা: সোনিয়া হাই, বীরগঞ্জ ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক প্রশান্ত কুমার রায় ও কবি দেবনাথ রায় প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আত্রাই নদীর চরে তরমুজ চুরি

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা

আল আমানাহ্ ইসলামিক একডেমিতে অভিভাবক সমাবেশ

দিনাজপুরে বিক্ষোভ মিছিলসহ ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘষর্, হুইপের বাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ, আহত-৫০

বীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে টেনিংয়ের নামে অর্থ আদায় ॥ প্রশিক্ষক অবরুদ্ধ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে নেচে-গেয়ে কারাম উৎসবে মেতে উঠলেন আদিবাসীরা

ঠাকুরগাঁওয়ে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ !

দিনাজপুরে কুয়াশার সাথে বাড়ছে শীত