Monday , 13 November 2023 | [bangla_date]

উন্নয়ন-অগ্রযাত্রা এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একতাবদ্ধ থাকতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: –
দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, স্বাধীনতার পরাজিত, বঙ্গবন্ধুর হত্যাকারী ও তাদের দোসররা আবারো ক্ষমতা দখল করে পরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তারা দেখেও দেখছে না যে, তাদের ডাকা হরতাল-অবরোধ বাংলার জনগন প্রত্যাখান করেছে। তার পরও জ্বালাও পোড়াও কর, মানুষ হত্যা করে তারা ক্ষমতায় যেতে চাইছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন-অগ্রযাত্রা এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একতাবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে সকল ক্ষেত্রে এগিয়ে নিচ্ছেন। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে আজ ‘রোল মডেল’। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারো নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
রোববার (১২ নভেম্বর ২০২৩) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে কাহারোল মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহম্মেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান জাহিদুলজ্জামান লিমন, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত কাহারোল উপজেলার বলরামপুর তেলমাখা ঘাটে ব্রীজের উদ্বোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে চৌধুরী হাট রাস্তা হতে মুকুন্দপুর রাস্তা ভায়া মোহিদিপুর বাগমারা আবাসন পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে কাহারোল-বিরল রাস্তা হতে ভেন্ডাবাড়ী-বিরল আমবাগান মোড় পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার আনিসুরের বেনামে ৫টি অ্যাম্বুলেন্স সহ রয়েছে সম্পদের পাহাড়!

মাদক বিরোধী আল্টীমেটাম-মাদক ছাড় নয়তো গ্রাম ছাড়

শেখ হাসিনার হাসির সাথে কৃষকের হাসি এবার একাকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বোচাগঞ্জে শীতার্ত মানুষের মাঝে জাতীয় পার্টির কম্বল বিতরণ

গৃহবধুর চুলকেটে বিবস্ত্র করার অভিযোগে এক ব্যক্তি আটক

ঠাকুরগাঁওয়ে মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি বিষয়ে সভা

বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোজাম্মেল হক বাবলু আর নেই…

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সাড়ে ৪ বছরের শিশু ধর্ষনের শিকার – ধর্ষক গ্রেফতার

জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রপের সাধারণ সভা