Monday , 13 November 2023 | [bangla_date]

উন্নয়ন-অগ্রযাত্রা এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একতাবদ্ধ থাকতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: –
দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, স্বাধীনতার পরাজিত, বঙ্গবন্ধুর হত্যাকারী ও তাদের দোসররা আবারো ক্ষমতা দখল করে পরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তারা দেখেও দেখছে না যে, তাদের ডাকা হরতাল-অবরোধ বাংলার জনগন প্রত্যাখান করেছে। তার পরও জ্বালাও পোড়াও কর, মানুষ হত্যা করে তারা ক্ষমতায় যেতে চাইছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন-অগ্রযাত্রা এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একতাবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে সকল ক্ষেত্রে এগিয়ে নিচ্ছেন। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে আজ ‘রোল মডেল’। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারো নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
রোববার (১২ নভেম্বর ২০২৩) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে কাহারোল মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহম্মেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান জাহিদুলজ্জামান লিমন, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত কাহারোল উপজেলার বলরামপুর তেলমাখা ঘাটে ব্রীজের উদ্বোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে চৌধুরী হাট রাস্তা হতে মুকুন্দপুর রাস্তা ভায়া মোহিদিপুর বাগমারা আবাসন পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে কাহারোল-বিরল রাস্তা হতে ভেন্ডাবাড়ী-বিরল আমবাগান মোড় পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাংবাদিকদের সচেতনতা মূলক সভা

ঠাকুরগাঁওয়ে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে অপরাধ কর্মকান্ড থেকে দুরে রাখা সম্ভব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে কৃষকের জালে আটকা পড়ল ৭ ফুট লম্বা অজগর

বর্তমান সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে পাল্টা অভিযোগ মির্জা ফখরুলের

এশিয়া সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

সফল করতে লিফলেট বিতরনসহ ব্যাপক গনসংযোগ দিনাজপুরে বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা আজ

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বোদায় অসহায় কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

দিনাজপুরে ২১ সদস্য বিশিষ্ট জেলা অপরাজিতা নেটওর্য়াকের কমিটি গঠন