Wednesday , 8 November 2023 | [bangla_date]

এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধিঃ
হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলায় হেমন্তের শুরুতেই উত্তরের হিমেল পরশ নিয়ে নামছে শীত। গত এক সপ্তাহ ধরে জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে শীত এখনো রয়েছে উপভোগের পর্যায়েই। দিনের বেলা কড়া রোদ থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া।

সন্ধ্যা নামতেই হালকা কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় অনুভূত হতে থাকে শীত। আর রাত বাড়ার সঙ্গে বাড়ে শীতের তীব্রতাও। সন্ধ্যা থেকে এসি-ফ্যান বন্ধ। শেষ রাতে উষ্ণতা পেতে গায়ে জড়াতে হচ্ছে মোটা কম্বল-কাঁথা। তবে যেভাবে তাপমাত্রা কমছে তাতে করে আগামী এক সপ্তাহের মধ্যে শীতের তীব্রতা আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শনিবার। এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে।

হিমালয়ের খুব কাছেই উত্তরের জেলা পঞ্চগড়। তাই দেশের অন্য জেলার চেয়ে প্রতিবছর পঞ্চগড়েই শীত শুরু হয় আগে এবং শেষও হয় সবার পরে। এবারও এর ব্যত্যয় ঘটেনি। হেমন্তের শুরু থেকেই মাঝারি কুয়াশা জানান দেয় শীত আসছে। সেই সঙ্গে নামতে শুরু করে ব্যারোমিটারের পারদ। যদিও দিনে প্রচণ্ড রোদের কারণে সর্বোচ্চ তাপমাত্রা এখন রয়েছে প্রায় অপরিবর্তিত। আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত থাকায় সোমবারও সকাল থেকে বিকাল পর্যন্ত ছিল প্রখর রোদ। তবে সন্ধ্যার আগে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে শীতল বাতাস বইতে শুরু করলে শুরু হয় শীতের আমেজ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘আকাশের মেঘ কেটে গেছে। সেই সঙ্গে উত্তরের হিমেল বাতাস শুরু হওয়ায় সর্বনিম্ন তাপমাত্রাও কমছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এখানে। গত এক সপ্তাহ ধরেই তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তবে প্রখর রোদের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনো নামতে শুরু করেনি। দিনের তাপমাত্রা কমতে শুরু করলেই বেশি শীত অনুভূত হতে থাকবে।
*পঞ্চগড়

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাদকমুক্ত সমাজ গড়াই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য-এমপি গোপাল

দিনাজপুরে এফপিএবির নির্বাচন করিম সভাপতি, বাবলু সম্পাদক

হরিপুরে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

খাঁকি পোশাকের স্বপ্ন পুরণ : দিনাজপুরের গর্ব আনিকা চান্স পেয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজে

খরচ বৃদ্ধি এবং বাজার নিম্নমূখী হওয়ায় বেগুন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বীরগঞ্জে এসএসিডি এ্যাওয়ার্ড ২০২১ প্রদানের আহব্বায◌়ক কমিটি গঠন

কাহারোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্ত্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

পীরগঞ্জে করোনা ভাইরাসে ৩ জন আক্রান্ত

ঠাকুরগাাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজউদ্দীন আহমেদ বিজয়ী