কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি\ গতকাল দুপুরে তথ্য আপার কার্যালয়ের আয়োজনে ৫ নং সুন্দপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের নূর ইসলামের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে উঠান বৈঠক আলোচনা হয়। সভায় আইন, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহারোল উপজেলা তথ্য আপা নূর জাহান খাতুন। রিসোর্স পারসন ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মুস্তারী ও আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রোস্তম আলী। উঠান বৈঠকে পল্লীশ্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।














