Friday , 3 November 2023 | [bangla_date]

দিনাজপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দম্পতিকে কুপিয়ে হত্যা, আটক-৩

হাকিমপুর প্রতিনিধি \দিনাজপুরের হাকিমপুরে গাছ কাটাকে কেন্দ্র সৃষ্ট বিরোধের জেরে এক দম্পত্তিকে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আতিয়ার মুন্সি (৭৩) ও তার স্ত্রী জাহানারা বেগম (৬৫)।
গত বৃহস্পতিবার সকালে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে স্বামী আতিয়ার মুন্সি এবং সন্ধায় স্ত্রী জাহানারা বেগমের মৃত্যু হয়।
আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার নিহত আতিয়ার মুন্সির চাচা লুৎফর মুন্সী, তার স্ত্রী মেহেনিগার ও আরেক চাচা শহিদুল ইসলাম খাজা মুন্সি।
স্থানীয়রা ও পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে আগাছা পরিষ্কার করছিলেন আতিয়ার মুন্সি। এসময় ওই স্থানে একটি গাছের ডাল কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে লাঠি ও দা নিয়ে তার ওপরে হামলা করেন চাচা লুৎফর মুন্সির পরিবারের সদস্যরা। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হন আতিয়ার ও তার স্ত্রী জাহানারা বেগম। তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান দুপুরে এবং তার স্ত্রী জাহানারা বেগম সন্ধ্যায় মারা যান।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম বলেন, প্রতিপক্ষের দা-য়ের আঘাতে আতিয়ার মুন্সি এবং লাঠির আঘাতে স্ত্রী জাহানারা বেগম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তারা মারা যায়। এ ঘটনায় নিহত দম্পত্তির ছেলে আজিজ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।এ হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের ফ্রিজিয়ান জাতের ৩৮মণ ওজনের মহারাজা এখন চট্টগ্রমে। দাম নির্ধারণ করা হয়েছে ২২ লাখ টাকা।

গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফলতা পেয়েছে বীরগঞ্জের মিলন

রানীশংকৈলে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএ’র ত্রান বিতরণ

রাণীশংকৈলে শিশুকন্যা দিবসে শিশু অনু’র মৃত্যু

দিনাজপুরে ওয়েলকাম ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন

“হরিপুর উপজেলার ইতিহাস ও ঐতিহ্য” পর্ব(২) -অধ্যাপক করিমুল হক

বীরগঞ্জে বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সংসার চালান বৃদ্ধ হযরত আলী

ভারতে রপ্তানি হচ্ছে ধান মাড়াই মেশিন

ছাত্র আন্দোলনে ১৮ বছরের হিমেলের মাথায় সাড়ে তিনশত বুলেট লেগেছিল -পঞ্চগড়ে সারজিস আলম

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা