Monday , 13 November 2023 | [bangla_date]

দিনাজপুরে ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ, ১ ঘন্টা পর ছাড়লো একতা এক্সপ্রেস ট্রেন

রেলওয়ের গার্ড কর্তৃক হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একজন শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটিকে দিনাজপুর রেলওয়ে ষ্টেশনে ১ ঘন্টা আটকিয়ে রেখে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় ট্রেন যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
পরে পুলিশের হস্তক্ষেপে ঘটনার সমাধান হওয়ায় ট্রেনটি দিনাজপুর রেল ষ্টেশন ছেড়ে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়। এব্যাপারে ৩ দিনের মধ্যে ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের কথা জানায় পুলিশ।
রবিবার দিবাগত রাতে দিনাজপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুর রাজ্জাক দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২, সেমিস্টার-১ এর শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
রেলওয়ে সুত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী হাবিপ্রবির ছাত্র রাজ্জাক এর কাছে টিকিট চাইলে গার্ড বিশ্বজিতের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয়। একসময় হাতাহাতিতে রুপ নিলে দুইজনেই আহত হয়। তবে শিক্ষার্থী আব্দুর রাজ্জাক দাবী করেন গার্ড বিশ্বজিৎ তাকে পিটিয়েছেন। ট্রেনে থাকাকালীন মোবাইলে এ খবর বিশ্ববিদ্যালয়ে পৌছুলে শতাধিক ছাত্র রাত সোয়া ৮টার দিকে দিনাজপুর রেলওয়ে ষ্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। ট্রেনটি দিনাজপুর রেলওয়ে ষ্টেশনে আসলে বিক্ষোভরত শিক্ষার্থীরা ইঞ্জিনের সামনে রেললাইনে শুয়ে পড়ে এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় জিআরপি পুলিশ চেষ্টা করেও শিক্ষার্থীদের বিক্ষোভ থামাতে পারেনি। শিক্ষার্থীরা গার্ড বিশ্বজিতের শাস্তির দাবীতে শ্লোগান দিতে থাকে। এসময় যাত্রীরাও চরম দুর্ভোগে পড়ে।
ট্রেনের যাত্রী হাবিপ্রবির শিক্ষার্থী রাজ্জাকের দাবী অন্যায়ভাবে গার্ড বিশ্বজিৎ তাকে মারধর করেছে।
শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বলেন, রোববার সকালে তার এক আত্মীয়সহ দিনাজপুরের উদ্দেশ্যে একতা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। যাত্রী দুজন হলেও তাদের কাছে বৈধ টিকিট ছিল একটি। যার নম্বর ছিল চ-২৪। ট্রেনে উঠে তিনি আত্মীয়কে নির্দিষ্ট আসনে বসিয়ে দিয়ে নিজে ‘ঞ’ বগিতে ওঠেন। প্রায় দেড়ঘন্টা পরে টিকিটি কালেক্টর মতিউর রহমান টিকিট দেখতে চাইলে আব্দুর রাজ্জাক জানান, যাত্রী দুজন হলেও তাদের কাছে একটি টিকিট আছে। মতিউর তার কাছে একজনের ভাড়া চাইলে তিনি বলেন, তার কাছে টাকার স্বল্পতা আছে। ভিড়ের মধ্যে চুরি যাওয়ার ভয়ে টাকা আসনের মধ্যে ব্যাগে রাখা আছে। ভিড়ের কারণে আনতে পারছেন না। পরে টিকিট কালেক্টর তাঁকে টিকিট কাটার জন্য বলতে থাকেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতন্ডা শুরু হয়। আব্দুর রাজ্জাক বলেন, একপর্যায়ে বগিতে থাকা এটেনডেন্টসহ তাকে মারধর করে তার মুঠোফোন ছিনিয়ে নেন। প্রায় এক ঘণ্টা পরে রেল পুলিশের সহায়তায় মুঠোফোন ফেরত পেয়ে তিনি ফেসবুকে লাইভে এসে ঘটনার কথা জানিয়ে বিচার দাবি করেন।
দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপার জিয়াউর রহমান জানায়, জানতে পেরেছি ওই শিক্ষার্থীর কাছে বৈধ টিকিট ছিল না। তাকে টিকিট কাটতে বলায় উভয়ের মধ্যে বাক বিতন্ডার ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ, রেলকতৃপক্ষ, জিআরপি দফায় দফায় শিক্ষার্থীদের সাথে কথা বললেও কোন সমাধানে পৌছাতে পারেনি। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড, রবিউল ইসলাম এর মধ্যস্থতায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম ৩দিনের মধ্যে ঘটনার সুষ্ঠ সমাধানের প্রতিশ্রæতি দিলে শিক্ষার্থীরা ট্রেনটি ছেড়ে দেয়। পরে ১ ঘন্টা দেরীতে রাত সোয় ৯টার দিকে একতা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম জানান, ৩ দিনের মধ্যে ঘটনার সুষ্ট সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে আসে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায়  একজনের প্রাণ গেল

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণ গেল

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

হিলি স্থলবন্দরে পুরাতন আলুর এলসি করে নতুন আলু আমদানি

বীরগঞ্জে সাব-রেজিস্ট্রার রিপন মন্ডলের বিরুদ্ধে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ, দুদকের তদন্ত.

মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

পোশাক ব্যাগ ও খাতা পেন্সিল পেয়ে শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গা উচ্ছাস

বোদায় জাতীয় যুব দিবস উদযাপন

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধি সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ৫০০ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আটোয়ারীতে যৌতুকের দাবিতে নববধূ’র মূখে বিষ ঢেলে হত্যা চেষ্টা