Saturday , 11 November 2023 | [bangla_date]

দিনাজপুর শহরে প্রায় দুই বছর ধরে রাস্তার কাজ অসমাপ্ত অতিষ্ট পৌরবাসীর ঘন্টাব্যাপী মানববন্ধন

দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় টেন্ডারকৃত বিভিন্ন রাস্তার কাজ করে গত প্রায় দুই বছর যাবত অসমাপ্ত ফেলে রাখায় জনজীবন অতিষ্ট হয়ে গেছে। ঠিকাদারেরা চলতি বিল উত্তোলন করার পরও অসমাপ্ত রাস্তার কাজ করছেন না অভিযোগ এনে পৌরবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার শহরের আইন কলেজ মোড়ে বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানবন্ধন পালিত হয়। মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর নিকট অভিযোগ সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করেন মানববন্ধনকারী জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর ফয়সল হাবিব সুমন, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল আলম রমজান, সাবেক কমিশনার আনছার আলী, আল আমিন স্কুল এন্ড কলেজের শিক্ষক মার্সি, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মনসরুল হোসেন ডাবলুসহ বিভিন্ন এলাকার বাসিন্দা ও স্থানীয় দোকান মালিকগণ।
এছাড়াও স্বারকলিপির অনুলিপি স্থানীয় সাংসদ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বরাবর ও দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলালের নিকট জমা দেন তারা।
স্বারকলিপিতে পৌরবাসী উল্লেখ করেছেন, দিনাজপুর পৌর এলাকার প্রায় ২০ রাস্তার টেন্ডার বিগত অর্থ বছরে হয়েছে। কিছু কিছু রাস্তার কাজ শুরু হয়েছে আবার কিছু রাস্তার কাজ এখনও শুরু হয় নি। যেসব রাস্তার কাজ শুরু হয়েছিল, তা শুধুমাত্র ইটের খোয়া বিছিয়ে দুই বছর ফেলে রাখা হয়েছে। এই রাস্তা গুলোয় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত গাড়ি রাস্তাগুলো দিয়ে যাতায়াত করায় গর্তের সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে যানবাহন ও পথচারী ক্ষতির সম্মুখিন হচ্ছে। এছাড়াও রাস্তার পাশেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেই সমস্ত প্রতিষ্ঠানের কমলমতি শিশুরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্বারকলিপিতে পৌরবাসী আরও উল্লেখ করেছেন যে, উক্ত রাস্তার কাজের ঠিকাদার চলতি বিল তুলে নিয়েছে। কিন্তু বিল তুলে ঠিকাদারেরা অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করছেন না। যা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এহেন আচরণ করছে বলে স্বারকলিপিতে স্বাক্ষরিত পৌরবাসীর ধারণা।
আর তাই বরাদ্দ থাকা সত্তে¡ও কেন এসব রাস্তার কাজ সমাপ্ত হচ্ছে না তা খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়েছেন পৌরবাসী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বোলদিয়াপাড়া সামাজিক গোরস্থান রক্ষার দাবীতে বিক্ষোভ

পীরগঞ্জ খেকী ডাঙ্গায় বঙ্গবন্ধুর স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ৭-১২ জানুয়ারি পালনে এডভোকেসী সভায় উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী

বীরগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা

দিনাজপুরে মাদকসহ চাচা ভাতিজা গ্রেফতার

প্রকৌশলীর উপর হামলা: পীরগঞ্জে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কাহারোলে বিদ্যুতের পিলার রেখে ড্রেন নির্মাণ

জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীগণের ৩য় দিন ও সমাপনী ওরিয়েন্টেশন

রাণীশংকৈলে আউশ ধান চাষে পাল্টে দিবে সমলয়, বাচঁবে সময় বাড়বে ফসল !

রাণীশংকৈলে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন