Monday , 20 November 2023 | [bangla_date]

দিনাজপুর -১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪জন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ-কাহারোল উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর -১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪ জন। বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম,বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় উপকমিটির কৃষি সমবায় বিষয়ক সম্পাদক এবং বর্তমান জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য আবু হুসাইন বিপু ।
বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ২০০১ সালে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহেল কাফীর মেয়াদকাল শেষ হওয়ার আগেই মৃত্যুবরণ করায় উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন-তিনি। ২০০৮ সালে নৌকা পেয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের এবং ২০১৮ সালে আওয়ামী লীগের হয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। প্রায় ২০ বছর ধরে সংসদ সদস্য থাকার সুবাদে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলের বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি কাজ করে যাচ্ছেন। তার ব্যক্তিগত ইমেজ এবং উন্নয়নের কারণে এলাকায় শক্ত অবস্থা তৈরি হয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা জানান, ১৯ বছর ধরে টানা সভাপতি আছি দলের সুসময়ে দুঃসময়ে সব সময় নেতা কর্মিদের পাশে ছিলাম,আগামী সংসদ নির্বাচনে আমাকে দল থেকে মনোনয়ন দিলে সুবিধা বি ত নেতা কর্মিদের পাশে থাকবো এবং দলকে আরো শক্তিশালী করবো। সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন,১৯৯১ সালে আমি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম, তিনবারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। তাই দলীয় মনোনয়ন পেলে আমি এই আসন থেকে নির্বাচন করবো। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় উপকমিটির কৃষি সমবায় বিষয়ক সম্পাদক এবং বর্তমান জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য আবু হুসাইন বিপু । নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে তিনি বলেন,নেত্রীর নির্দেশে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে আমি প্রার্থী হলে সকলকে সঙ্গে নিয়ে নৌকাকে বিজয়ী করবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে এএমআর স্কুল সচেতনতা ও বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস

হিলি রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, দেড়ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এনসিসি ব্যাংকের উদ্যোগে এনসিসি নিসর্গ-বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

হরিপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

হাবিপ্রবিতে “ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড সাস্টেইনেবল ইকনোমি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ফুলবাড়ীতে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত-৪

আটোয়ারীতে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

দিনাজপুর শহরের হোটেল ও ফল ব্যবসায়ীকে জরিমানা

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী দিনাজপুরে গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার