Monday , 13 November 2023 | [bangla_date]

পঞ্চগড়ে সরকারের ১৫ বছরের উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্যের শোভাযাত্রায় হাজারও নেতাকর্মীর ঢল

পঞ্চগড় প্রতিনিধি\বর্তমান সরকারের ধারাবাহিক ১৫ বছরের উন্নয়ন কার্যক্রম নিয়ে পঞ্চগড়ে বড় ধরণের শোভাযাত্রা করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজাহারুল হক প্রধান। গতকাল সোমবার দুপুরে ‘উন্নয়ন শোভাযাত্রা’র নামে এই শোডাউনে কয়েক হাজার মোটর সাইকেল, বাস, মিনিবাস, মাইক্রোবাস, মিনি ট্রাক ও পিকআপে করে জেলা পর্যায়ের নেতৃবৃন্দগণ ছাড়াও সংসদীয় আসনের তিন উপজেলা ও এক পৌরসভার, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পঞ্চগড় চিনিকল মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি আটোয়ারী উপজেলা ঘুরে এসে তেঁতুলিয়া গিয়ে ফিরে আবার পঞ্চগড় জেলা শহরে ফিরে আসে। এর আগে সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে শোভাযাত্রা নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা ¯েøাগান ও বাদ্যযন্ত্র, হাতে প্ল্যাকার্ড ও নৌকা প্রতীকসহ খÐ খÐ মিছিল নিয়ে চিনিকল মাঠে এসে জড়ো হতে থাকে।
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়নের সরকার। আওয়ামীলীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের উন্নয়ন হবে। উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে তিনি আবারও আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে ভোট দেয়ার আহবান জানান। তিনি শান্তিপূর্ণভাবে শোভাযাত্রায় অংশ নিতে আহবান জানিয়ে বলেন, আজ পঞ্চগড়ের আওয়ামীলীগের নেতাকর্মীদের জন্য আনন্দের দিন। কারণ এত তৃণমূলের নেতাকর্মী একত্রিত হওয়ায় পঞ্চগড়ে আওয়ামী লীগের একটি স্মরনীয় দিন। আগামি নির্বাচনে নেত্রী তাকে আবারও নৌকা মার্কার মনোনয়ন দেবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাকে মনোনয়ন দেয়া হলে এই আসনটি আবারও জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব।
এর আগে সমাবেশে জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোশারফ হোসেন, পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দগণ বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বিনোদন কেন্দ্র হয়ে দাড়িয়ে আত্রাই নদ আত্রাই নদে নৌকা ভ্রমনে দর্শনার্থীর ঢল

বীরগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন

চিত্রনায়িকা পরীমণির স্থায়ী জামিন

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা  মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

আটোয়ারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ নিয়ে এসপির সংবাদ সম্মেলন !

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ  করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় মামলা

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় মামলা

বীরগঞ্জে করোনা প্রতিরোধে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসার ক্যাম্প

আশ্রয়ণে ঘরপাবে এমন ভুমিহীন ও ছিন্নমূল মানুষদের তালিকা প্রস্তুতির সভা