Wednesday , 22 November 2023 | [bangla_date]

বাংলাদেশের পুলিশ সম্পর্কে সমাজে রয়েছে নেতিবাচক মনোভাব – মানবিক পুলিশ সুপারের গল্প !

বাংলাদেশের পুলিশ সম্পর্কে সমাজে রয়েছে নেতিবাচক মনোভাব। আর তাই কোন পুলিশ মানবিক এটা শুনতে গল্পের মতোই মনে হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, নিপিড়ীত মানুষের বন্ধু , আর মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ভূমিদস্যু, বাটপার, চিটার , দালাল, এইসব শ্রেণির শত্রু। ঠাকুরগাঁও জেলার সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই তিনি মানবিক পুলিশ সুপার নামে সুপরিচিত। এই মানুষটির দরজা গরীব, দুঃখী, সুবিধাবঞ্চিত মানুষের জন্য রাত-দিন ২৪ঘন্টা খোলা থাকে। কারোর টাকার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে; এই খবরটা এসপি মহোদয় পর্যন্ত গেলে; তিনি নিজ উদ্যোগে সেই ছাত্রের ব্যয়ভার বহন করেন।কারোর মেয়ের বিয়ে আটকে আছে অর্থাভাবে; সেখানেও এসপি মহোদয় হাত বাড়িয়ে দেন সাহায্যের। এই মানুষটির মানবিকতা সম্পর্কে বলতে শুরু করলে দিস্তা দিস্তা কাগজ শেষ হয়ে যাবে। ঠাকুরগাঁও জেলা বাসির নিকট এসপি উত্তম কুমার পাঠক একজন মহানায়ক। এই মানুষটির নিকট যেতে বা তার সাথে কথা বলতে কখনো অগ্রীম অনুমতির দরকার হয় না। তিনি ২৪টা ঘন্টা মানুষের জন্য কাজ করেন। কিন্তু কিছু কিছু মানুষের কলিজা হয় ১৮হাত লম্বা।কিন্তু ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার এমনই একজন বিশাল কলিজার অধিকারী। তার সম্পর্কে যা বলবো ;সেটাই কম বলা হবে।কিছু মানুষের কাজই তাঁর স্বীয় পরিচয়। এসপি উত্তম কুমার পাঠক নিজের কর্মদক্ষতা,মানবিকতা, উদার ব্যাক্তিত্ব, দানশীলতা, ন্যয়পরায়ণতা এবং বিচক্ষণতা দিয়ে জয় করে নিয়েছেন ঠাকুরগাঁও জেলা বাসির হৃদয়।
পরিশেষে একটা কথায় শুধু বলবো আমাদের ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম কুমার পাঠক ২৪ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকেন বলেই ; ঠাকুরগাঁও জেলা বাসী শান্তিতে ঘুমাতে পারেন। বাংলাদেশে উত্তম কুমার পাঠকের মত এসপি আরও দরকার; তাহলে বাংলাদেশ হতে পারতো শান্তির স্বর্গরাজ্য। মহান সৃষ্টিকর্তা আমাদের প্রিয় এসপি মহোদয়কে দীর্ঘায়ু দান করুন এই প্রার্থনা করি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জুলাই যোদ্ধা শহীদ আশিকুলের কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন

পঞ্চগড়ে গ্রামীণ দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গরু হস্তান্তর

প্রসাশনের নিরবতা রহস্যজনক রাতের আধাঁরে রাণীশংকৈলে শিক্ষক সমিতির ঘর দখল

পীরগঞ্জে ইসাহাকের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে সিপিবির গণ-অবস্থান ও বিক্ষোভ

বীরগঞ্জে ভূমিহীনদের মাঝে চেক বিতরণ

পল্লীশ্রী’র উদ্যোগে সিবিও সদস্যদের বার্ষিক মেলা

দিনাজপুরে যহ্মা বিষয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডাঃ সঞ্চিতা দাস নিয়মিত ও পূর্ণ মেয়াদে চিকিৎসায় যহ্মা রোগ সম্পূর্ণ ভালো হয়

দুই বছর ধরে তালাবদ্ধ পৌরসভার সবজি মার্কেট, ভোগান্তিতে ব্যবসায়ী

দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে দেশের বড় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায় ঈদের দিন জামাতে অংশগ্রহনে দুটি বিশেষ ট্রেন চলবে