Sunday , 19 November 2023 | [bangla_date]

বিরলে কমলা চাষে যুবক সাদাতের সাফল্য

বিরল ( দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরলে চায়না কমলার চাষ করে সাড়া ফেলেছে এক যুবক। ওই যুবক উপজেলার ভান্ডারা ইউপি’র রামপুর মোল্লাপাড়া গ্রামের মৃতঃ খাদেমুল ইসলামের ছেলে শাকিল হোসেন সাদাত (৩৭)। ¯œাতক পাশ করে চাকুরীর পিছনে না ছুটে এক বন্ধুর পরামর্শে নিজের প্রায় ১ একর জমিতে কমলার বাগান করে সাফল্য এনেছে এই যুবক। বাগানে কমলা দেখার জন্য এবং পরামর্শ নেয়ার জন্য দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা তার বাগানে আসছেন। কমলায় প্রচুর রস এবং সুস্বাদু মিষ্টি থাকায় অনেকে কমলাও কিনছেন।
শাকিল হোসেন সাদাত জানান, আমি গ্রাজুয়েশন শেষ করে চাকুরীর পিছনে না ঘুরে এক বন্ধুর পরামর্শে নিজের পতিত প্রায় ১ একর জমিতে ছোট জাতের চায়না কমলা চাষ করি। আমার বাগানের বয়স প্রায় ২৭ মাস। এই বাগানে ২০০টি কমলা গাছ আছে। এ বাগান করতে আমার প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। গতবছর বাগানে অল্প পরিমাণে ফলন আসলেও তা বিক্রি করে আমার খরচের টাকা উঠে আসে। এবার যে পরিমাণে ফলন এসেছে খরচ বাদ দিয়ে ৫ থেকে ৬ লাখ টাকার আমি কমলা বিক্রি করতে পারবো। এতিমধ্যে সিলেটের এক ব্যবসায়ী ৫ হাজার টাকায় প্রতিমন দর হিসাবে ১শ’মন কমলার নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তাই নয় আমি এখান থেকে কমলার চারা করে বিক্রিও করছি।
বাগান দেখতে আসা কৃষক মকবুল হোসেন জানান, ভাবছি আমিও কমলার বাগান করবো। তাই বাগান মালিক সাদাতের কাছে পরামর্শ নিতে এসেছি।
বাগানে প্রহরায় থাকা শ্রমিক ইনু মোহাম্মদ জানান, আমরা এই বাগান পরিচর্যা ও দেখা ভাল করার জন্য ৫ জন শ্রমিক আছি। এই বাগানটি গড়ে উঠার কারণে আমাদের এখানে কর্মসংস্থান হয়েছে। অনেক মানুষ বাগান দেখতে আসে এবং কমলাও কিনে নিয়ে যায়।
এব্যাপারে বিরল উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, দিনাজপুর অঞ্চলের মাটি কমলা চাষের জন্য বেশ উপযোগী। পাশাপাশি ফলন ভালো পাওয়ায় এ জাতীয় ফলের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেকার যুবকদের এই কমলা চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।
কৃষি শ্রমিক জানায়, তার বাগানে তিন থেকে ৫ জন শ্রমিকের হয়েছে কর্মসংস্থান। তারা শ্রম দিয়ে যাচ্ছেন ভালো ফলনের জন্য। সাদাতের কমলার বাগান দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকে বাগান করার জন্য নিচ্ছেন পরামর্শ।
স্থানীয়কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন দিনাজপুর অঞ্চলের মাটি কমলা চাষের জন্য বেশ উপযোগী। পাশাপাশি ফলন ভালো পাওয়ায় এ জাতীয় ফলের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেকার যুবকদের এই কমলা চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।
বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানায়,দিনাজপুরের বিরল উপজেলায় কমলাসহ লেবু জাতীয় ফলের বাগান রয়েছে প্রায় ৫০ হেক্টর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ফায়ারিং রিহার্সাল থেকে বাড়ীতে গুলিবিদ্ধ কিশোরী !

পীরগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হরিপুরে ইউপি সদস্য প্রার্থী ভোটের দুইদিন আগে নিখোঁজ-সন্ধান চেয়ে থানায় জিডি

খানসামায় ভূট্টাক্ষেত থেকে গৃহবধূর মর-দেহ উ-দ্ধার

রাণীশংকৈলে আগাছা নাশাক বিষ প্রয়োগ করে কৃষকের ফসল নষ্ট

বীরগঞ্জে জাল নোটসহ ডলার প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

দেশের উন্ননের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বিজয় করতে হবে —হুইপ ইকবালুর রহিম

রাজবাটী গর্ভেশ্বরী শ্মশান ঘাট ও কালী মন্দিরের গাইডওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ পৌরসভার ১১কোটি ৪২লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা