Sunday , 26 November 2023 | [bangla_date]

মাসব্যাপী ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউর রাস মেলা শুরু আজ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: মাসব্যাপী ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউর রাস মেলা শুরু আজ
পূজা-অর্চনার মধ্যে দিয়ে আজ রবিবার থেকে মাসব্যাপী শুরু হয়েছে দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস মেলা। মেলাকে ঘিরে ব্যাপক আয়োজন করেছেন মেলা কর্তৃপক্ষ। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিমতীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরটি। এই মন্দিরকে ঘিরে রবিবার থেকে এক মাসব্যাপী শুরু হয়েছে এই রাস মেলা। এরই মধ্যে মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। মেলার শুরু থেকে শেষ হওয়ার দিন পর্যন্ত মন্দির ও মেলাটিকে একনজর দেখার জন্য বাংলাদেশসহ পার্শ্ববর্তী ভারত এবং বিভিন্ন দেশের পর্যটক ও ভক্তদের সমাগম ঘটে মাসব্যাপী রাস মেলায়। এবার এই মেলায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রদর্শনী ও সার্কাস, জাদু এবং মেলাকে আকর্ষণ করে গড়ে তোলার জন্য হরেকরকমের দোকানপাট মন্দির চত্বরে বসানো হয়েছে। অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় প্রতি বছরের মতো এ বছরও পূর্ণিমা রাত্রী ১২টা ১ মিনিটে রাধা-কৃষ্ণের বিগ্রহ রাজ বেদিতে পূজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয়। মেলায় রাধা-কৃষ্ণের বিগ্রহকে একনজর দেখা এবং পাপমোচন করে পুণ্যের আশায় বিভিন্ন স্থান থেকে হাজারও নারী-পুরুষ ও ভক্তদের আগমন ঘটেছে মেলা শুরু হওয়ার ২-৩ দিন আগে থেকে। ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ রাস মেলায় বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করার লক্ষ্যে এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। রবিবার বিকাল ৫টার দিকে মাসব্যাপী মন্দির চত্বরে রাস মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস মেলার উদ্বোধন করবেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলাম, কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. ফারুকুল ইসলামসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময়

রাণীশংকৈলে ২দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী

দীর্ঘ ৬০বছর পর দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুলে এসে আবেগাপ্লুত স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড।

পরকিয়ায় বাধা দেওয়ায় ভগ্নিপতির লাঠির আঘাতে বড় শ্যালকের মৃত্যু

বালিয়াডাঙ্গীতে ফজিলাতুন্নেছা মুজিবের ৯১’তম জন্মবার্ষিকী ও আলোচনা সভা

পীরগঞ্জে প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে আব্দুল মজিদ আপেল বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত

হরিপুরে কৃষক হত্যা দিবস পালিত