Thursday , 16 November 2023 | [bangla_date]

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল দিনাজপুর সদর আসনে মনোনয়ন চাইবেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ঘোষনা দিয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল। তবে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার সিদ্বান্ত মেনে নিয়ে কাজ করে যাবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল তার পারিবারিক ও রাজনৈতিক পরিচয় তুলে ধরে বলেন, তার বাবা আব্দুর রশিদ চৌধুরী দীঘদিন যাবত পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে মানুষের সেবা করে গেছেন। ঐতিহ্যগতভাবে তার পরিবারের সদস্যরা রাজনৈতিক ও সেবামুলক কর্মকান্ডে সম্পৃক্ত।
তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। দীঘ ৩ যুগ ধরে তিনি ছাত্রলীগ,যুবলীগ,জেলা আওয়ামীলগের বিভিন্ন পদে থেকে রাজনৈতিক কর্মকান্ডসহ প্রতিটি কমসুচিতে সক্রিয় রয়েছেন। আওয়ামী রাজনীতির অধিকারের জায়গা থেকেই এবার সদর আসনে জননেত্রী শেখ হাসিানার কাছে মনোনয়ন চাইবেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল বলেন , জনগন আমার সঙ্গে আছে। যেহেতু আমি জনগনের রাজনীতি করি। সদরের জনগন আমার শক্তি।আমি নির্বাচিত হলে মানুষের দুর্ভোগ ও সমস্যা সমাধানে কাজ করে যাব।
উন্নয়ন বঞ্চিত এ এলাকার মানুষের ক্ষোভের কথা সাংবাদিকরা তুলে ধরলে তিনি বলেন , এই আসনটি কারো পৈত্রিক সম্পত্তি নয়। এখনাকার উন্নয়ন না হওয়ার পিছনে কার ব্যর্থতা রয়েছে বলে দিতে হবেনা। সারা দেশে যখন উন্নয়নের জোয়াড় সেখানে সদরে এ অবস্থার জন্য এমপিকে দায়ী করেন।
জেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগসহ সংগঠনগুলোতে মতপার্থক্য ,বিভক্তি সুস্পষ্ট এবিষয়ে সাংবাদিকরা ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের দৃষ্টি আকর্ষ করলে এর দায়ও তিনি বর্তমান জনপ্রতিনিধির উপর চাপিয়ে দেন। জননেত্রী শেখহাসিনা যে সিদ্বান্ত দিবেন তা মেনে নিয়ে দলের জন্য কাজ করার আবারো অঙ্গীকার ব্যক্ত করেন ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল ।
এসময় মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বজলুল হক, কোষাধ্যক্ষ খালিদ হাবিব সুমন,সাংগঠনিক সম্পাদক সেলিম আখতার চৌধুরী,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহজাহান নভেল,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো: আখতারুজ্জামান, নির্বাহী সদস্য এ্যাড.সারোয়ার আহমেদ বাবু, মানিক রঞ্জন বসাক ও সৈয়দ সালাহ উদ্দীন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মরদেহ দাফনে বাধা

আইনশৃংখলা কমিটির সভা

বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‌্যালী আলোচনা সভা ও যুবক-যুবতীদের মাঝে চেক বিতরণ

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ৪ পুলিশসহ আহত ৭, পৃথক মামলায় গ্রেফতার ৯

দেশে পদ্মা সেতুর পর এখনমেট্রো ট্রেন দৃশ্যমান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোদা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই

পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল

তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কাজ বিজিবির বাধায় স্থগিত

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে —হুইপ ইকবালুর রহিম

বোদা উপজেলায় শীতবস্ত্র স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী পেল