Sunday , 12 November 2023 | [bangla_date]

রাজপথেই আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করা হবে —আলতাফুজ্জামান মিতা

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেছেন, বিএনপি-জামাত রাজনীতির মাঠ থেকে বিদায় করতে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি-জামাত ২০১৪ সালের মতো আবারও আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। তারা গণতন্ত্রের ধারাবাহিকতা চায়না, উন্নয়ন চায়না, তারা দেশকে পিছিয়ে নেয়ার লক্ষ্য নিয়েই আবারও অগ্নি সন্ত্রাসের পায়তারা করছে। রাজপথেই আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।
রোববার দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. ফরিদুল ইসলাম-এর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইফুদ্দিন আক্তার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আক্তার চৌধুরী, রায়হান কবীর সোহাগ, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রহমতউল্লাহ্ রহমত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মো. আব্দুল করিম, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মানিক রঞ্জন বসাক, আওয়ামী লীগ নেতা হাবিব আহমেদ হচি, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, মহিলা আওয়ামী লীগ নেত্রী আলেয়া বেগম স্বপ্না, রোকসানা গোল্ডেন, জেলা ওলামালীগের সভাপতি হাফেজ মো. শওকত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন দিলীপ, যুব লীগ নেতা প্রভাষক মাসুদ হোসেন, মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা রাজকুমার রায়, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দোলন, তাঁতী লীগের শামসুল হুদা শান্ত, মৎস্যজীবী লীগ নেত্রী লাভলী আক্তার প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভারমেন্ট বিষয়ে কর্মশালা

ঠাকুরগায়ের পীরগঞ্জে বিরল রোগে আক্রান্ত ভাই-বোন পঙ্গু প্রায়,অর্থাভাবে চিকিৎসা বন্ধ

রাণীশংকৈল ভরনিয়া গ্রামে ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

বালিয়াডাঙ্গীতে যুবদলের দো’আ ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা-

খানসামায় ভোটেরযুদ্ধে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল !

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড।

পঞ্চগড়ে আনসার-ভিডিপি ক্লাবে ক্রীড়া সামগ্রী বিরতণ

বীরগঞ্জে বেড়েছে রাস্তায় যানবাহন