Wednesday , 22 November 2023 | [bangla_date]

শীতের আগমনে পীরগঞ্জে লেপ-তোষক বানানোর ধুম

আবু তারেখ বাধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- শীতের আগমনে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে লেপ-তোষক বানানোর ধুম পড়েছে। অল্প কিছুদিন পর জেগে বসবে শীত। এবার শীতের আমেজ আগেই টের পাওয়ায় জনসাধারণের ভীর জমতে শুরু করেছে লেপ-তোষকের দোকানে। তুলা,লেপের কাপড় ফোম এবং মুজুরী গত বছরের তুলনায় খরচ কিছুটা বেশী বলে জানিয়েছেন বিক্রেতারা।
এদিকে দেশের উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সন্ধ্যা বাড়ার সাথে সাথেই শীতের তীব্রতা দেখা দিচ্ছে। এই শীতে উষ্ণতা ছড়াতে লেপ-তোষক এর জুড়ি নেই। পীরগঞ্জের লেপ-তোষকের দোকান গুলোতে চলছে লেপ বানানোর ধুম। জলবায়ু পরিবর্তনের কারণে এবার শীতের তীব্রতা বাড়বে বলে মনে করছেন অনেকেই।
তাই লেপ তোষকের কারিগরেরা খুব ব্যাস্ত সময় পার করেছে লেপ বানানোর কাজে। শীতের হাত থেকে বাঁচতে আবহমান কাল থেকেই লেপ এর ব্যবহার। তুলা পিটিয়ে তা রং-বেরঙের কাপড় দিয়ে তৈরি লেপ-তোশকের কাভারে মুড়িয়ে সুই-সুতার ফোঁড়ে তৈরি করছেন কারিগরেরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পীরগঞ্জের প্রায় অর্ধ শতাধিক লেপ-তোষকের দোকান রয়েছে। শীত মৌসুমি ব্যবসায়ীরা রেডিমেট লেপ তোষক তৈরি করে তা বিক্রি করছেন। পৌর শহরের পালিক ক্লাব সংলগ্ন দুই ভাই তুলা ঘরে গিয়ে দেখা যায় যান্ত্রিক মেশিনে তুলা প্রস্তুত করে তা দিয়ে লেপ-তোষক বানানো হচ্ছে।
পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তা সংলগ্ন লেপ-তোশক তৈরির কারিগর কালা ও রফিকুল বলেন, ‘বিত্তবানরা শীতের আগেই নতুন লেপ ও তোশক তৈরি করেন। অনেকেই পুরোনো লেপ-তোশকের কভার পাল্টিয়ে নিচ্ছেন। অগ্রহায়ণ মাসে এ সময় রাতে শীত পড়তে শুরু করায় কাজের চাপ অনেক বেড়েছে।
পৌর শহরের আরেক লেপ কারিগর জুনাঈদ ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, প্রায় মাসখানেক ধরে চলছে লেপ বানানোর কাজ। আরও পুরো শীত জুড়ে চলবে এই কাজ। কাঁচামাল ও মজুরি মিলিয়ে এক একটি লেপের খরচ পড়ে প্রায় আটশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত। তুলার ধরন অনুযায়ী লেপ বানানোর খরচ কিছুটা কমবেশী হয়।
উপজেলার টিএন্ডটি এলাকার দুলাল সরকার বলেন, গত বছরের চেয়ে এবার লেপ-তোশকের দাম একটু বেশি । গত এক সপ্তাহ থেকে শীত অনুভূত হওয়ায় লেপ কিনতে এসেছেন। তবে এবারে লেপের জন্য তুলার দাম গত বছরের চেয়ে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি মনে হচ্ছে ।
পৌর শহরের লেপ-তোশকের দোকান ভাই ভাই তুলা ঘরের মালিক রাসেল ইসলাম জানান, লেপের সাদা তুলা প্রতি কেজি ৫০-৬৫ টাকা এবং তোশকের রঙিন তুলা ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বর্তমানে তুলার বাজার ধরে ৫ থেকে ৬ হাত একটি তোশকের খরচ পড়ে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা এবং ৫ থেকে ৬ হাত একটি লেপের খরচ পড়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে প্রদীপ প্রজ্বালন নিহতদের স্মরণে !

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরত আনতে কাজ করছে পথশিশু কল্যাণ ট্রাস্ট

পীরগঞ্জে ৩৬৯২ জন শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

পঞ্চগড়ে রণাঙ্গনের বীরদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনলো শিক্ষার্থীরা

পীরগঞ্জে সীমান্তে অবৈধ পারাপারের সময় ৪ জন আটক

প্রাথমিক শিক্ষক নিয়োগ শুন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগ দাবীতে দিনাজপুরে মানববন্ধন

লেখালেখিতে অবদান রাখায় সন্মাননা ক্রেষ্ট পেলেন রাণীশংকৈলের সাবেক ছাত্রনেতা বকুল

বিয়ে আনতে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

ঐতিহ্যবাহী বাংলা স্কুলের আয়োজনে “শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত”শীর্ষক মত বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক পিলার থেকে পরে শ্রমিক নিহত