Wednesday , 22 November 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

হাবিপ্রবিতে সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড  স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)’র তত্ত¡াবধানে ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেটে ২০২৩-২৪ অর্থবছরে মাস্টার্সে (থিসিস সেমিস্টার) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে। আজ তৃতীয় দিনের মতো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডীন প্রফেসর মোঃ মেহেদি ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মফিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ সুলতান মাহমুদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ১৯৯৯ সালে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার ২৫ বছরে যে সুনাম অর্জিত হয়েছে, এই অর্জিত সুনামকে আমরা জাতীয় ও আন্তজার্তিক আরও বাড়িয়ে দিতে চাই। এ জন্য শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। এরই অংশ হিসেবে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। বিভিন্ন ক্ষেত্রে গবেষণা তহবিল কয়েকগুণ বৃদ্ধি করেছেন। এই সুযোগ কাজে লাগাতে হবে। তিনি বলেন, গবেষণা ক্ষেত্রে উন্নতি সাধনে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অবশ্যই সহায়ক হবে। এজন্য আমি আইআরটি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

চিরিরবন্দরে ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন

মহানবীকে (স) নিয়ে কটুক্তি’র প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু। আগুনে পোড়া মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় থানায় নারী নির্যাতন, বাল্য বিবাহ, আত্মহত্যা ও মাদক প্রতিরোধকল্পে আলোচনা সভা

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

পঞ্চগড়ে ‘ফকির গ্রুপ’র শীতবস্ত্র বিতরণ

তফশিল ঘোষণার পর জ্বালাও পোড়াও করা হলে জনগণ তা প্রতিহত করবে —— নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

বিরল পৌরসভার নির্বাচনে সবুজার সিদ্দিক সাগর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত