Thursday , 16 November 2023 | [bangla_date]

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরের বীরগঞ্জ প্রিন্সিপাল আজিম উদ্দিন আহমেদ ও আব্দুল হাকিম মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে দেবীপুর যুব উন্নয়ন ঘংঘের আয়োজনে সানশাইন মডেল স্কুল মাঠে চুড়ান্ত খেলার শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। বেশি বেশি খেলার আয়োজন করতে হবে, যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলায় সময় কাটাতে পারে। খেলা একইসঙ্গে শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায়।
নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিসুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়, কাস্টমস এর জয়েন্ট কমিশনার মো. পায়েল পাশা, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, নিজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক সরকার, আওয়ামী লীগ নেতা রহমত আলী, বিশিষ্ট সমাজসেবক মো. সিরাজুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মো. জুয়েল জামান।
চুড়ান্ত খেলায় দেবীপুর যুব উন্নয়ন ক্লাব ৩-৪ গোলে হারিয়ে ঠাকুরগাঁও জোদ্দারপাড়া একাদশ জয়লাভ করেন। শেষে প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন।
খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার মো. সোহেল সরকার।
এদিকে একই ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে আউলিয়াকুড়ি হতে বলরামপুর পর্যন্ত রাস্তার উদ্বোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নব নির্মিত নিজপাড়া ঝাড়পাড়া সার্বজনীন দূগা মন্দিরের উদ্বোধন, আওলাকুড়ি শ্রীশ্রী কালী মন্দিও সংলগ্ন শিব মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন, কৈকুরী পরেশমেলার মঞ্চ ও পার্শ্ববতী মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নিজে জ্বললেই উপলব্ধি হবে জ্বালার কি যন্ত্রনা- এমপি গোপাল

পীরগঞ্জে দুবরা ধাম মন্দির গীতা স্কুলের কমিটি গঠন

বিরামপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান দেখে ক্লিনিক কক্ষে রোগীকে তালা বদ্ধ করে পালিয়ে গেল কর্তৃপক্ষ

সর্ববৃহৎ ঈদুল ফিতর নামাজ আদায়ের জন্য প্রস্তুতি সভায় বিশেষ ট্রেনেসহ ঈদগাহ মাঠজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা

বোচাগঞ্জে ইটভাটার পেটে কৃষি জমির উপরিভাগের মাটি, কমছে আবাদি জমির পরিমান

রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত

​১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যেগে হত-দরিদ্রদের মধ্যে বিশুদ্ধ পানি নিশ্চিত করণ শীর্ষক বার্ষিক শিখন কর্মশালা

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মত বিনিময়