Wednesday , 13 December 2023 | [bangla_date]

আটোয়ারীতে দুর্বৃত্তদের মারপিটের আঘাতে প্রধান শিক্ষক হাসপাতালে

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্বৃত্তদের এলোপাথারি মারপিটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়া হাসপাতালে কাতরাচ্ছে। ঘটনাটি বুধবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া দিনমাড়া এলাকায় ঘটে। জানা যায়, বুধবার ওই বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য দিন ধার্য্য করেন কর্তৃপক্ষ। সেই উদ্দেশ্যে প্রধান শিক্ষক আখতারুজ্জামান মিয়া নিজ বাড়ী তোড়িয়া ইউনিয়নের কাটালী এলাকা হতে মোটরসাইকেল যোগে তার প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। তার বিদ্যালয়ে পৌছানোর আগে আকষ্মিকভাবে রাস্তা অবরোধ করে এলোপাথারি মারপিট শুরু করেন ওই এলাকার আবুল হোসেন, আব্বাস আলী, বাহারামসহ আরো কয়েকজন। এ সময় প্রধান শিক্ষকের পরণের জ্যাকেট খুলে নিয়ে গাছের ডাল ভেঙ্গে বেধরক পিটিয়েছেন দুবৃত্তরা।ওই সময় প্রধান শিক্ষকের পকেটে থাকা প্রায় পৌনে ৩ লাখ টাকা,মোটরসাইকেল, চশমা, মোবাইল ফোন সহ মূল্যবান কাগজপত্র নিয়ে নেয় অতর্কিত হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে পেরণ করেন দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত)ডা. সাফায়েত লস্কর। প্রধান শিক্ষক আলহাজ¦ আখতারুজ্জামান মিয়া জানান, আমার প্রতিষ্ঠানে যাওয়ার পথে আবুল হোসেন, আব্বাস আলী, বাহারাম সহ কয়েকজন রাস্তা অবরোধ করে গাছের ডাল দিয়ে অতর্কিত হামলা করে। এসময় পকেটে থাকা পৌনে তিন লাখ টাকা, মোটর সাইকেল, নিয়োগ পরীক্ষার কাগজপত্র, চশমা, পরণের জ্যাকেট নিয়ে নেয়। অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, নিয়োগ বিষয়ে এলাকার লোকজন মারপিট করেছে শুনেছি। আমি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া জানান, নিয়োগ পরীক্ষা নিয়ে ঘটনা জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রধান শিক্ষকের অতর্কিত হামলার বিষয়টি আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশের নেতৃত্বে উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকগণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে তাৎক্ষনিক মৌখিকভাবে জানিয়েছেন। প্রধান শিক্ষকগণ বলেন, প্রধান শিক্ষকের প্রতি অতর্কিত হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বীরগঞ্জে শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা, পলাতক কালিয়া রংপুরে গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

শেখ হাসিনার নেতৃত্বে এদশটাকে উন্নত দেশে পরিনত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি—রমেশ চন্দ্র সেন এমপি

প্রশাসনের কাছে জীবন ও সম্পদ রক্ষার দাবি জানিয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

বীরগঞ্জে ইমপ্যাক্ট প্লাস শাপলা দলের বৃক্ষ রোপন কর্মসূচী

শীতের কাঁপন শুরু হচ্ছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস

বীরগঞ্জ আমতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু